পাতা:সরোজিনী নাটক.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミや সরোজিনী নাটক । পৌঁছিলে জার রক্ষা থাকৃবে না। রণধীর সিংহ ও ভৈরবচাৰ্য্য তাকে কিছুতেই ছাড়বে না ; কিন্তু এখন রামদাসকেও পাঠান বৃথা, এতক্ষণ তারা সে পত্র পেয়ে, চিতোর হতে যাত্ৰা ক’রেছে ; রামদাস এখন গেলে কি আর তাদের সঙ্গে দেখা হবে ?—এখন কি করা যায় ?— রামদাসকে তো ডাকি, সে আমার অতি বিশ্বস্ত পৈতৃক পারিষদ, দেখি, সে কি বলে। রামদাস —রামদাস !—শোন রামদাস । রামদাসের প্রবেশ । রাম। মহারাজ কি ডাকৃচেন ? রাত্রি প্রভাত না হ’তে হতেই যে মহারাজের নিদ্রাভঙ্গ হয়েছে ? যবনগণের কোলাহল কি শুনতে পাওয়া গেছে ? সৈন্যগণ সমস্ত দিনের পরিশ্রমের পর, ঘোর নিদ্রায় অভিভূত, মহারাজের আদেশ হ'লে ভাদের এখনি সতর্ক ক’রে দেওয়া যায় । লক্ষ্মণ । না রামদাস তা নয়।—হা! সেই সুখী যে রাজ-পদের মহানৃ ভার হতে মুক্ত, যে সামান্য অবস্থায় মনের সুখে কালযাপন করে। রাম। মহারাজ ! আপনার মুখ থেকে আজ এরূপ কথা শুনতে পাচ্চি কেন ? দেবতার প্রসন্ন হয়ে আপনাকে যে এই অতুল রাজসম্পদের অধিকারী করেছেন, তা কি এইরূপে তুচ্ছ ক'ম্ভে হয় ? আপনার কিসের অভাব? সৰ্ব্বলোকপূজ্য সূৰ্য্যবংশীয় রাজা রামচন্দ্রের বংশে জন্ম—সমস্ত মেওয়ার দেশের অধীশ্বর—তেজস্বী সস্তান সন্ততি দ্বারা পরিবেষ্টিত—আপনার যশে সমস্ত ভারত