পাতা:সরোজিনী নাটক.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८|१२ा झाक्षु | s's যাচ্চে, তিনি বলেন যে, দৈববাণীর অর্থ এই যে, সরোজিনীকে দেবী চতুভূজার নিকট বলিদান না দিলে চিতোর কিছুতেই রক্ষা পাবে না, আর বাপ্পা বংশজাত দ্বাদশ রাজকুমার ক্রমান্বয়ে যবন সংগ্রামে প্রাণ না দিলে, আমার বংশে রাজলক্ষ্মী থাকবে না। দেখ রামদাস-পুত্রের যুদ্ধে প্রাণ দিকৃ!—কিন্তু বল দেখি, আমার মেহের পুন্তলী যরোজিনীকে আমি কোন প্রাণে বলিদান দি ! রামদাস। ও: একি ভয়ানক কথা !—মহারাজ ! আপনি এখ নও তাতে সম্মতি দেন নি তো ? লক্ষ্মণ । সম্মতি ?—ওঃ—সে কথা আর জিজ্ঞাসা ক’র না । আমার স্তায় মূঢ়, দুর্বলচিত্ত লোক, আর ভূমণ্ডলে জন্ম গ্রহণ করে নি। আমি প্রথমে কিছুতেই সম্মত হই নি, কিন্তু সেই রণধীর সিংহ—বজবৎ কঠিনহৃদয় রণধীর সিংহ—এই বলিদানের পক্ষে এরূপ অকাট্য যুক্তি সকল দেখাতে লাগলো যে, আমি তার কোন উত্তর দিতে পাল্লেম না,—কাজে কাজেই আমাকে সম্মত হতে হ’ল। তার পর যখন আবার, দেবী চতুভূজ ভৎসনা ছলে ভীষণ ভ্ৰকুট বিস্তার করে আমার নিকট আবির্ভূত হলেন, তখন আমার আর কোন উপায় রইল না । রামদাস। মহারাজ ! দেবী আপনার প্রতি এত নিৰ্দ্দয় কেন হয়েছেন বুঝতে পাচ্চিনে—এ কি ভয়ানক আদেশ ! প্রাণ থাকৃতে আপনার দুহিতাকে কি কেউ কখন বলিদান দিতে পারে ? মহারাজ ! আপনি তো বলিদানে সম্মত হয়েছেন, এখন উপায় কি বলুন দিকি ?