পাতা:সরোজিনী নাটক.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

쓰인지 II ৩৭ দেবতার। আমাদের জীবনের একমাত্র হর্তা কর্তা সত্য ; কিন্তু মহারাজ ! কীৰ্ত্তিলাভ আমাদের নিজের চেষ্টার উপরেই নির্ভর করে। অতএব অদৃষ্টের প্রতি দৃকপাত না করে, পৌরুষ আমাদিগকে যেখানে যেতে ব’ল্চে,—চলুন, আমরা সেই থানেই যাই। আমি যবনদিগের বিরুদ্ধে এখনি যেতে প্রস্তুত আছি। ভৈরবাচার্য্যের দৈববাণী যাই হউক না মহারাজ, আমি তাতে কিছুমাত্র ভীত নই। লক্ষ্মণ । দেখ বিজয়সিংহ! সে দৈববাণী অলীক নয়, আমি স্বয়ং তা শুনেছি ; দেবী চতুভূজাকে এখন পরিতুষ্ট ক’ত্তে না পালে আমাদের জয়ের আর কোন আশা নাই । বিজয়। মহারাজ! বলুন, দেবীকে কিরূপে পরিতুষ্ট ক'ত্তে হবে? লক্ষ্মণ। বিজয়সিংহ! তাকে পরিতুষ্ট করা সহজ নয় ; তিনি যা চান, তা তাকে কে দিতে পারে ? বিজয়। মহারাজ ! পৃথিবীতে এমন কি বস্তু আছে, যা মাতৃভূমির জন্য অদেয় থাকৃতে পারে ? আমার জীবন বলিদান দিলেও যদি তিনি সন্তুষ্ট হন, তাতেও আমি প্রস্তুত আছি। মহারাজ ! আমি আর এখানে বিলম্ব ক’ত্তে পারিনে, সৈন্যগণকে সজ্জিত ক’ত্তে চ'ল্লেম। পরামর্শ করে আপনাদের কি মত হয়, আমাকে শীঘ্ৰ ব’ল্বেন। যদি আর কেহই যুদ্ধে না যান,—আমি একাকীই যাব। আমার এই অসি যদি লম্পট আল্লাউদিনের মস্তক ছেদন ক’ন্তে পারে, তা হ’লেই আমার জীবনকে সার্থক জ্ঞান করব। - (বিজয়সিংহের প্রস্থান । )