পাতা:সরোজিনী নাটক.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o সরোজিনী নাটক । সুরদাসের প্রবেশ। সুর। মহারাজের জয় হোকৃ। লক্ষ্মণ ! (স্বগত) না জানি কি সংবাদ ! সুর। মহারাজ ! রাজমহিষী এবং রাজকুমারী এই শিবিরের সম্মুখস্থ বন পৰ্যন্ত এসেছেন—তারা এলেন বলে, আর বিলম্ব নাই— আমি এই সংবাদ দেবার জন্য র্তাদের আগে এসেছি। লক্ষ্মণ । (স্বগত) হা! যে একটিমাত্র বাছবার পথ ছিল, তাও এখন রুদ্ধ হ’ল । সুর। মহারাজ ! গত চিতোর আক্রমণ সময়ে মুসলমানদের সহিত যুদ্ধে, রোসিওনারা বেগম নামে যে যুবতীকে বিজয়সিংহ বন্দী ক’রে এনেছিলেন, সেও তাদের সঙ্গে আসছে। এর মধ্যেই মহারাজ, তাদের আগমন সংবাদ সকল জায়গায় প্রচার হয়ে গেছে। এর মধ্যেই সৈন্তের রাজকুমারী সরোজিনীর কল্যাণ কামনায় দেবী চতুভূজার নিকটে উচ্চৈঃস্বরে প্রার্থনা ক’চ্চে। আর এই কথা সকলেই ব’ল্‌চে যে, মহারাজের স্তায় প্রবল পরাক্রান্ত রাজা পৃথিবীতে অনেক থাকৃতে পারেন, কিন্তু এমন ভাগ্যবান পিতা আর দ্বিতীয় নাই। লক্ষ্মণ। তোমার কার্য্য তো শেষ হয়েছে, এখন তুমি বিদায় হতে পার। সুর। মহারাজের আজ্ঞা শিরোধাৰ্য্য—অামি চলেম । ( সুরদাসের প্রস্থান । )