পাতা:সরোজিনী নাটক.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । 8(t আর সে যেরূপ চতুর লোক, তাতে যে সে তাদের মধ্যে একটা বিবাদ ঘটিয়ে দিতে পারবে, তার আর কিছুমাত্র সন্দেহ নাই। বিশেষতঃ ওদের মধ্যে যে বিজয় সিংহ আর রণধীর সিংহ নামে দুই জন প্রধান যোদ্ধা আছে, তাদের মধ্যে যদি সে কোন কৌশলে বিবাদ ঘটিয়ে দিতে পারে, তা হ’লে আমরা অনায়াসে চিতোর জয় কত্তে সমর্থ হ'ব। হজুরের বোধ হয়, স্মরণ থাকতে পারে যে, আমাদের প্রথম বারের আক্রমণে কেবল ঐ দুই যোদ্ধার বাহুবলেই চিতোর রক্ষণ পেয়েছিল । আল্লা । কি বল্পে উজির, তাদের বাহুবলে চিতোর রক্ষণ পেয়েছিল ? হিন্দুদের আবার বাহুবল ? আমি কি মনে ক'ল্পে সেইবারই চিতোরপুরী ভূমিসাৎ ক’ত্তে পাত্তেম না ? উজির। তার অার সন্দেহ কি ? হজুরের অসাধ্য কি আছে ? আপনি মনে ক’ল্পে কি না ক’ত্তে পারেন ? ১ ম ওমরাও । হজুর সেবার তো মেহেরবানি ক’রে হিন্দুদের ছেড়ে দিয়েছিলেন । - ২ য় ওমরাও । তার সন্দেহ কি ? আল্লা। কিন্তু সেবার সেই চতুর। হিন্দু বেগম পদ্মিনী বড় ফিকির । করে, তার স্বামী ভীমসিংহকে এখানকার কারাগার থেকে মুক্ত করে নিয়ে গিয়েছিল। আমি মনে ক’রেছিলেম, তার সঙ্গে যত পান্ধি এসেছিল, তাতে বুঝি তার দাসী ও সহচরীরা আছে—ত না হয়ে, হঠাৎ কি না তার ভিতর থেকে অস্ত্রধারী রাজপুত সৈন্ত সব বেরিয়ে