পাতা:সরোজিনী নাটক.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । 8% ১ ম ওমরাও । জাহাপনা। আমার বল্বার অভিপ্রায় এই যে, শুভ কাৰ্য্যে বিলম্ব করাটা ভাল নয়। আল্লা। আচ্ছ, তুমি এই বৃদ্ধ বয়সে যুদ্ধে যেতে কিসে এত সাহসী হ'চ বল দেখি ? ' ১ম ওমরাও । হজুর! বয়স এমন কি হয়েছে—হদ যাট। আর বিশেষ আপনি আমাকে যে পদ দিয়েছেন, তাতে বোধ হ’চ্চে, যেন আমার নব যৌবন ফিরে এল। আর এমন কাৰ্য্যে যদি প্রাণ না দেব, তবে আর দেব কিসে ? আল্লা। সে যা হোক, দেখ উজির ! হিন্দুদের যত মন্দির, সব ভূমিসাৎ ক’রে দিতে হবে । তার চিহ্নমাত্রও যেন পরে কেউ দেখতে না পায় । উজির। হজুর । কাফেরদের প্রতি এইরূপ ব্যবহার করাই কর্তব্য বটে। সকল ওমরাও । অবশ্য—অবশ্য, তার সন্দেহ কি—তার আর সন্দেহ কি ৷ ২য় ওমরাও । আমাদের বাদসাই মহম্মদের সাক্ষাৎ প্রতিনিধি। ৩য় ওমরাও । আমাদের বাদদার মছ ভক্ত মুসলমান কি আর ছুটী আছে ? একজন রক্ষকের প্রবেশ । রক্ষক। খোদাবন্দ! হিন্দু মন্দির থেকে একজন লোক এসেছে, সে হজুরের সঙ্গে সাক্ষাৎ ক’ত্তে চায়।