পাতা:সরোজিনী নাটক.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to সরোজিনী নাটক । খাতি পালিই এহন বক্তাই—নৈবিদির চাল কলা খাতি খাতি মোর জানট। গ্যাছে। ( উজির ও ফতের প্রস্থান। ) ১ম ওমরাও। (স্বগত) আঃ–উজির বেটা গেল, বঁচা গেল, ও ব্যাট থাকৃলে কাজ কৰ্ম্মের কথা ভিন্ন আর কোন কথাই হবার যো নেই। ( প্রকাশ্যে) হজুর ! বেয়াদবি মাপ করবেন, গোলামের একটী আর্জি আছে, যদি হুকুম হয়— আল্লা । আচ্ছা, কি বল । ১ম ওমরাও । জাহাপনা ! উজির সাহেব দেখছি, হজুরকে একচেটে করবার উ্যুগ করেছেন। সময় নাই, অসময় নাই,—খখন তখন উনি উড়ে এসে যুড়ে বসেন। যখন দরবারের সময় হবে, তখনি ওর একৃতিয়ার, তখন উনি যা খুলি তাই ক’ত্তে পারেন। কিন্তু এ সময় কোথায় হজুর একটু আরাম করবেন, আমরা দুট খোস গল্প শোনাব, না—এ সময়েও উনি এসে হজুরকে পেয়ে বস্বেন। আল্লা । (হাস্য করিয়া ) হা, আমি জানি, উজির গেলেই তোমাদের হাড়ে বাতাস লাগে । ১ম ওমরাও । (করযোড়ে) আজ্ঞে, আমাদের শুধু নয়,—হজুরেরও। আল্লা। তোমার সঙ্গে দেখছি, কথায় আট ভার। আচ্ছ, বল দেখি, এখন কি করা যায় ? ১ম ওমরাও । হজুর ! এমন সু-খবর আজ পাওয়া গেল, এখন