পাতা:সরোজিনী নাটক.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । (t(t রাজা ডেকে পাঠিয়েছেন—কেন যে ডেকেচেন ডা ঠিকৃ টের পাইনি— কিন্তু এ আমার তখন মনে হয়েছিল যে, সরোজিনীর অবিশ্যি কোন একটা স্ব-খবর এসেছে। মোনিয়া। সরোজিনীর বিবাহ হ’ল কি না হ’ল তাতে ভাই তোমার কি এল গেল ? এ কথা শুনে তুমি এত উতলা হ'লে কেন ? রোষেনারা। হা !—আমার সকল বিপদের চেয়ে, যদি এই কাল-বিবাহকে আমি অধিক বিপদ মনে করি, তা হলে তুমি কি ভাই আশ্চৰ্য্য হও ? মোনিয়া। ও কি কথা ভাই ? রোষেনারা। আমার যে কি দুঃখ, তা তুমি তখন বুঝতে পাচ্ছিলে না। এখন ভবে শোন। তা শুনলে তুমি বরং আরও আশ্চৰ্য্য হবে যে, কি ক'রে এখনও আমি বেঁচে আছি। আমি যে অনাথ হয়েছি, সে আমার দুঃখের কারণ নয় ; আমি যে পরাধীন হয়েছি,—সেও আমার দুঃখের কারণ নয়,—আমি যে বন্দী হয়েছি, তাও আমার দুঃখের কারণ নয় ; আমার দুঃখের কারণ আমার নিজেরই হৃদয় । তুমি ভাই, শুনলে অবাক হবে যে, সেই মুসলমানদের কাল-স্বরূপ কুমার বিজয়সিংহ, যিনি আমাদের সকল দুঃখের মূল, যিনি নির্দয় হয়ে আমাকে এখানে বন্দী ক'রে এনেছেন, যিনি বিদেশী, যিনি বিধৰ্ম্মী, যার সঙ্গে আমাদের কোন সম্বন্ধই নেই,যার নামমাত্র শুনলেও আমাদের মনে ঘৃণা হওয়া উচিত, ভাই, সেই ভয়ানক শক্রই— মোনিয়া। ও কি ভাই –বলতে বলতেই যে চুপ্‌ ক’লে ?