পাতা:সরোজিনী নাটক.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় তাঙ্ক । \\)Y লক্ষ্মণ । না বৎসে ! তোমার কোন অপরাধ হয় নি। এখানে যুদ্ধসজ্জার জন্য নানা ভাবনা নাকি ভাবতে হচ্চে, তাতেই বোধ হয়, তুমি আমায় অমন দেখছ। সরোজিনী । এতে সে রকম ভাবনা ব’লে বোধ হয় না। আপ নাকে দেখলে বোধ হয়, যেন অন্তরের মধ্যে আপনার কি একটা ভয়ানক যাতনা উপস্থিত হয়েছে। পিতঃ ! বলুন কি হয়েছে ? এ রকম ভাব তো আপনার কখনই দেখিনি । - লক্ষ্মণ । হা বৎসে ! সরোজিনী। আপনি কেন অমন ক'রে দীর্ঘ নিশ্বাস ফেল্চেন ? বলুন, কি হয়েছে। লক্ষ্মণ । বৎসে —আর কি বলব!—মুসলমানেরা— সরোজিনী। মা চতুভূজা ! যাদের জন্যে পিতার আজ এরূপ বিষম ভাবনা হয়েছে, সেই দৃষ্ট মুসলমানদের শীঘ্ৰ নিপাত কর। লক্ষ্মণ। বৎসে ! মুসলমানের শীঘ্ৰ নিপাত হবার নয়, ভাব পূৰ্ব্বে অনেক অশ্রুপাত করতে হ'বে—হৃদয়ের রক্ত পৰ্য্যন্ত শুষ্ক করতে হবে। সরোজিনী। দেবী চতুভূজ যদি আমাদের উপর প্রসন্ন থাকেন, তা হ’লে তার কিসের ভাবনা ? লক্ষ্মণ। বৎসে ! দেবী চতুভূজ এখন আমার প্রতি অত্যন্ত নিৰ্দ্দয় হ'য়েছেন । সরোজিনী । সে কি পিতঃ—এই জন্যই কি তবে ভৈরবাচাৰ্য্য দেবীকে প্রসন্ন করবার আশায় যজ্ঞের আয়োজন কচ্চেন ?