পাতা:সরোজিনী নাটক.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



৬৬
সরোজিনী নাটক।

সরোজিনী। (স্বগত) এ আবার কি?—রোষেনারাকে মা ও রকম কথা ব'ল্লেন কেন? তবে কি ওরই উপর কুমার বিজয়সিংহের মন পড়েছে? (প্রকাশ্যে) হ্যা ভাই! মা তোমাকে ও রকম কথা ব'ল্লেন কেন?

রোষেনারা। রাজকুমারি! আমিও তো ভাই এর ভাব কিছুই বুঝতে পাচ্চিনে।

সরোজিনী। (স্বগত) কি, রোষেনারাও কিছু বুঝতে পারে নি? তবে মা ও রকম ক'রে ব'ল্লেন কেন?—বিজয়সিংহেরই বা মন হঠাৎ এরূপ হ’ল কেন? আমি তো এমন কোন কাজই করিনি, যাতে তিনি আমার উপর বিমুখ হতে পারেন। এর কারণ এখন কি ক’রে জানা যায়? তার সঙ্গে কি একবার দেখা ক'রব?—না তায় কাজ নাই, কেন না, বাস্তবিকই যদি অন্যের উপর তার মন পড়ে থাকে, তা হলে, কেবল অপমান হ’তে হবে বৈ ত নয়। তার চেয়ে চিতোরে ফিরে যাওয়াই ভাল। আচ্ছা, রোযেনারা যে বড় এখানে থাকৃতে চাচ্চে? (প্রকাশ্যে) ভাই রোষেনারা! তুমি একলা এখানে কি ক’রে থাকবে বল দিকি? তুমিও ভাই আমাদের সঙ্গে চল,— চিতোরে তুমি আমা ছাড়া এক দণ্ডও থাকতে পাত্তে না,—আর এখন কি না স্বচ্ছন্দে এখানে একলা থাকবে?

রোষেনারা। আমার ভাই এখানে বেশি দেরি হবে না, আমার একটু কাজ আছে, সেইটে সেরেই আমি যাচ্চি।

সরোজিনী। এখানে আবার তোমা কি ক-র বেজা যাম