পাতা:সরোজিনী নাটক.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やb" সরোজিনী নাটক । যেতে পার, তার জন্তে খুব চেষ্টা ক'রর –কিন্তু আমি ডে ভাই তখন জাম্‌ডেম না যে, এই দাসত্ব-শৃঙ্খলই তোমার এত প্রিয়। যা হোক, ভোযায় আমি দোষ দিইনে, আমারই কপাল মন । তুমি ভাই সুখে থাক, ভোমার মনস্কামনা পূর্ণ হ’ক,-কিন্তু তুমি তাকে ভাল বাস, এ কথা আমাকে আগে বলনি কেন ? . রোষেনারা। রাজকুমারি ! ভোমাকে ভাই আবার আমি কি ব’ল্ব ? এ কি কখন সম্ভব বলে বোধ হয় যে, প্রবল-প্রভাপ মহারাজ লক্ষ্মণসিংহের গুণবতী রূপসী কন্যাকে ছেড়ে, এক জন কি না অপরিচিত ঘৃণিত যবনীকে তিনি ভাল বাসবেন ? সরোজিনী। রোষেনারা ! কেন্ম আর আমাকে যন্ত্রণ দেও ? তোমার তো মনস্কামনা পূর্ণ হয়েছে, তা হ’লেই হ’ল, এখন আমাকে আর উপহাস ক'রে তোমার লাভ কি ? (স্বগত) পিতা যে কেন তখন বিষয় হয়েছিলেন, এখন তা বেশ বুঝতে পাচ্চি। বিজয়সিংহের প্রবেশ । বিজয় । এ কি রাজকুমারি! তুমি এখানে কখন এলে ? তুমি যে এখানে এসেছ, সমস্ত সৈন্তদের কথাতেও আমার বিশ্বাস হয়নি। তুমি এখানে এখন কি জন্ত এসেছ ? তবে যে মহারাজ আমাকে ব’ল্ছিলেন, তোমার এখানে আস্বার কোন কথা নাই ?—এ কথা তিনি কেন ব'ল্লেন ? সরোজিনী। রাজকুমার! আমি এখানে না থাকৃলেই তে৷