পাতা:সরোজিনী নাটক.djvu/৯০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তৃতীয় অঙ্ক।
৮৩

 রাজ-ম। (স্বগত) দুই জনকে একত্র দেখতে আমার বড় ইচ্ছা হ’চ্চে। আমি তো বিবাহে উপস্থিত থাকতে পাব না, এই বেল। আমার মনের সাধ মিটিয়ে নিই।

(রাজমহিষীর প্রস্থান।)
(সরোজিনী ও রোষেনারার প্রবেশ।)

 বিজয়সিংহ। (স্বগত) এই যে রাজকুমারী আপনা-হতেই এসেছেন,—(প্রকাশ্যে) রাজকুমারী! এখন তো সকল সন্দেহ দূর হয়েছে? আমার নামে কেন যে এরূপ জনরব উঠেছিল, তা ব’ল্‌তে পারিনে। আশ্চর্য্য! মহারাজ, রাজমহিষী, সকলেই এই জনরবে বিশ্বাস করেছিলেন।

 সরোজিনী। (স্বগত) আহা! রোষেনারার জন্য আমার বড় দুঃখ হয়; ওর ভাব দেখে বোধ হয়, যেন ওর দাসত্ব অসহ্য হয়ে উঠেছে।

 বিজয়সিংহ। রাজকুমারী! চুপ করে রইলে যে—এখনও কি সন্দেহ যায় নি?

 সরোজিনী। না রাজকুমার! আর আমার কোন সন্দেহ নেই, এখন কেবল আমার একটা প্রার্থনা—

 বিজয়। প্রার্থনা?—কি প্রার্থনা বল। বিজয়সিংহের নিকট এমন কি বস্তু থাকতে পারে, যা রাজকুমারী সরোজিনীকে অদেয়?

 সরোজিনী। রাজকুমার! আমার প্রার্থনাটী অতি সামান্য —এই