পাতা:সরোজিনী নাটক.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



৮৪
সরোজিনী নাটক।


যুবতী যবন কন্যাকে আপনিই বন্দী করে আনেন—অনেক দিন পর্য্যন্ত উনি আত্মীয় স্বজনের মুখ দেখতে পাননি,—ওর ভাব দেখে বোধ হয়, সেই জন্যই উনি অত্যন্ত মন-কষ্টে আছেন। আর আমিও একটু পূর্ব্বে কোন বিষয়ে মিথ্যা সন্দেহ ক'রে ও কে যার পর নাই তিরস্কার করেছি—তাতেও উনি মনে মনে অত্যন্ত কষ্ট পেয়েছেন। তা আর যেন উনি দুঃখ না পান, এই আমার প্রার্থনা। রাজকুমার! ইনি আপনারই বন্দী, আপনার অনুমতি হ’লেই এখন দাসত্ব-শৃঙ্খল হ’তে মুক্ত হ’তে পারেন।


রোষেনারা। (স্বগত) এশৃঙ্খল মোচন ক’ল্লে কি হবে? যে শৃঙ্খলে আমার হৃদয় বাধা,—সরোজিনি! তোর সাধ্য নেই যে, তা হতে তুই আমায় মুক্ত করিস।

বিজয়। (রোষেনারার প্রতি) ভদ্রে! তুমি কি এখানে কষ্ট পাচ্চ?


রোষেনারা। রাজকুমার! আমার শারীরিক কোন কষ্ট নেই,— আমার কষ্ট মনের; আপনি আমাকে বন্দি করেছেন,—আপনিই আমার সকল দুঃখের মূল (গদগদম্বরে) রাজকুমারীর সঙ্গে বিবাহ হয়ে গেলে, আর যেন আপনাকে আমায় না দেখতে হয়; আর আমার যন্ত্রণ সহ্য হয় না॥


বিজয়। ভদ্রে! নিশ্চিন্ত হও, শক্রর মুখ তোমাকে আর বেশি দিন দেখতে হবে না। তোমার দুঃখের দিন শীঘ্রই অবসান হবে— তুমি আমাদের সঙ্গে চল,—যখন আমাদের বিবাহ হবে, সেই শুভ