পাতা:সরোজিনী নাটক.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । 知》 বুঝি মহারাজ লোক পাঠিয়েছেন। এইবার বোধ হয়, বাছাকে জোর ক’রে নিয়ে যাবে। (সরোজিনীর প্রতি) আয় বাছ শীঘ্র এই দিকে আয় । (সরোজিনীকে লইয়া বিজয়সিংহের পার্শ্বে সত্বর গমন ) এইখানে দাড়া, এমন নিরাপদ স্থান আর কোথাও পাবি নে। (বিজয়সিংহের প্রতি) বাছা! এই অসহায় অনাথ বালিকাকে তোমার হাতে সমর্পণ ক'ল্লেম। এর আর কেউ নেই—পিতা থাকতেও এ পিতৃহীন,—সহায় থাকৃতেও অসহায়—এখন তুমিই বাছ এর একমাত্র ভরসা—তুমিই এর স্বহৃৎ, সহায়, সৰ্ব্বস্ব। তুমি না রক্ষা ক’ল্পে আর উপায় নেই—ঐ আসচে—বাছা! তুমি রক্ষা কর। বিজয় । ( অসি নিস্কোশিত করিয়া) রাজমহিৰ্ষি ! আপনার কোন ভয় নেই। আমি থাকতে কারও সাধ্য নেই ষে, রাজকুমারীকে এখান থেকে বল পূর্বক নিয়ে যায়। আপনি নিশ্চিন্তু হোন। (দুই জন রক্ষকের প্রবেশ । ) রক্ষক। মহারাণীর জয় হোক! মন্দিরে রাজকুমারীকে পাঠাতে কেন এত বিলম্ব হ’চ্চে তাই জানবার জন্তে মহারাজ আমাদের পাঠিয়ে দিলেন। রাজমহিষী। (স্বগত) র্তার কি একটু বিলম্বও সহ্য হচ্চে না ? কি ভয়ানক ! তিনি কি আর সে মানুষ নেই ? তার হৃদয় হ’তে সেই কোমল দয়ার্ক্স ভাব কি একেবারেই চ'লে গেছে ?—তিনি হঠাৎ কি কোন রক্ত-পিপাসু পিশাচের মূৰ্ত্তি ধারণ করেছেন ? আচ্ছা ! এখনি