পাতা:সরোজিনী নাটক.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*>२ সরোজিনী নাটক । আমি তার কাছে যাচ্চি—দেখি তার কিরূপ ভাব হয়েছে—দেখি কেমন করে তিনি আমার কাছে মুখ দ্যাথান ! (প্রকাশ্যে বিজয়সিংহের প্রতি ) বাছা! আমার হৃদয়-রত্ন তোমার কাছে রইল—আমি একবার মহারাজের সঙ্গে সাক্ষাৎ ক’রে আসি (রক্ষকদ্বয়ের প্রতি ) চলু আমি তোদের সঙ্গে যাচ্চি—মন্দিরে পাঠাতে কেন এত বিলম্ব হচ্চে, আমি নিজে গিয়েই তাকে ব’ল্চি। (রক্ষকদ্বয়ের সহিত রাজমহিষীর প্রস্থান । ) বিজয়। রাজকুমারি! আমি বেঁচে থাকতে কার সাধ্য তোমাকে আমার কাছ থেকে নিয়ে যায় ? যতক্ষণ আমার দেহে একবিন্দু রক্ত থাকবে ততক্ষণ তোমার আর কোন ভয় নেই। রাজকুমারি! এখন . শুধু তোমাকে রক্ষা কত্তে পাল্লেই যে আমি যথেষ্ট মনে করব তা নয়—আরও, যে নরাধম আমাকে প্রতারণা ক’রেছে, তাকেও এর সমুচিত প্রতিফল না দিয়ে আমি কখনই নিরস্ত হব না। দেখ দিকি । সে কি পাষণ্ড ! বিবাহের নাম ক'রে আপনার ঔরসজাত কন্যাকে কি না সে অনায়াসে অম্লানবদনে বলিদান দেবে!—এ অপেক্ষা ভয়া নক দুষ্কৰ্ম্ম আর কি হতে পারে ? আবার তার উপর কি না আমাকে প্রভারণা? রাজকুমারি। আমার আর সহ হয় না, এই উলঙ্গ অসিহস্তে এখনি আমি চ'ল্লেম, দেখি, তিনি কেমন—(গমনোদ্যম।) সরোজিনী। (ভীত হইয়া) রাজকুমার! একটু অপেক্ষা করুন— আমার কথা শুনুন—যাবেন না,--যাবেন না—একটু অপেক্ষ করুন। বিজয়। কি ! রাজকুমারি—তিনি আমার এই রূপ অবমাননা