পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যক্ষ সম্মুখে চলার পথ নাই, রুদ্ধ কক্ষে তাই আগস্তুক পান্থ-লাগি ক্লান্তিভারে ধুলিশায়ী আশা কবি তারে দেয় নাই বিরহের তীর্থগামী ভাষা । তার তরে বাণীহীন যক্ষপুরী ঐশ্বর্যের কারা অর্থহারা— নিত্য পুষ্প, নিত্য চন্দ্রালোক, অস্তিত্বের এত বড়ো শোক নাই মর্তভূমে জাগরণ নাহি যার স্বপ্নমুগ্ধ ঘুমে। আঘাত করিছে ওর দ্বারে অহরহ । স্তব্ধগতি চরমের স্বর্গ হতে ছায়ায়-বিচিত্র এই নানাবর্ণ মর্তের আলোতে উহারে আনিতে চাহে তরঙ্গিত প্রাণের প্রবাহে । কালিম্পঙ ২০ জুন ১৯৩৮ هوايا