পাতা:সাহানামা.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty& সাহানাম। নিকট পৌছিস রোস্তম তাঙ্কার দিগকে দরে হইভে আসিক্তে দেখিয় বৃহদ একবৃক্ষ উৎপাটলিকরত হন্তে লইয়া ঘরাইভে ই চলিল , যখন তাহার রোস্তমের নিকট উপস্থিভ হইল তখন ফেলিয়া দিল, তাহার। ইহ দেখিয়া পরামস করি । যে আমার দিগেকে অপেন শক্তি দেখাইল আমারাও অাপন শক্তি উহাকে দেখাই, এইস্থির করিয়া মিলিত হইবার সময় রোস্তমের হস্ত ধরিয়া বল করিল তাহাতে রোন্তম হাস্য করিয়া তাহার হন্ত পীডন করিল তহিতে সে অচৈতন্য হইয়। ঘোটক হইভে লুমে পডিল এবং তাহার হস্তের অস্তি পৰ্যন্ত চুন্ন হইল, এই কথা একজন সিজুগিয়া বাঙ্গসাহকে জানাইল তখন কলাহুর নামে একজন অতি পরাক্রমি ছিল তাহাকে কহিলেন অনুমান হয় রোস্তম আসিতেছে, তুমি গিয়া মিলি বার সময় তাহার হস্ত ধরিয়া ভাঙ্কিয়া দেও, সে আসিয়া মিলিবার উপলক্ষ্যে রো স্বমের পঞ্জা ধরিয়া জোর করিল তহি দেখিয়া রোস্তমদূঢ়ৰূপে ভাহার হস্তারণ করিল এমন যে কলাহুরের পঞ্জ ফাটিয়া রক্তপাত হইতে লাগিল । পরে কলাহুর বাদসাহর নিকট আসিয়া ছন্ত দেখাইয়া কহিল যে কাউছ বাদসাহর সঙ্গেবিবাদ করা অামারদিগের কৰ্ত্তব্য নহে যে চুেহু সন্ধি করাই ভাল, বাদসাহ এই কথা শুনিয়া কলাহুর প্রতি রাগামিত্ত হইলেন, পরে রোস্তমকে নিকটে আনিতে কহিলেন রোন্তম আসিয়া কাউছের পত্র দিল তাহ শুনিয়া কহিলেন স্তুমি বুঝি রোন্তম রোস্তম কহিল আমি তাহার সিস্যার যোগ্য নহি । পরে পত্রের উত্তর দিখি ল যে আমি কুখন তোমার অধিন হইবন বরণভূমি দাসও দ্বিকারকর