পাতা:সাহানামা.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yom সাহানামা o, কাহারও সাধ্য হইলন । রণস্থল হইতে জাস্কবুছকে লইয়। খাকান চিন তাহার বক্ষ হইতে তীর বাহির করিতে কহিলেন পরে তীরবাহির করিলে তাহা দেখিয়া অষ্টিাৰ্য্য বোধ করত পিরানওএছাকে কহিল রোস্তমের যন্ধের প্রশংসা যে করি য়াছে সে যথার্থ এপূকার তীর নিক্ষেপ করিতে কোন যোদ্ধা কে কখন দেখিনাই, রোস্তমেরভয় তাহারদিগের মনে পূবেশ করিল সে দিবস যন্ধ স্থকিত করিয়া পরদিবস প্ৰভে খাকান চিন আপন সেনাপতিদিগকে কহিলেন যে আস্কর্ছের বধের পরিবৰ্ত্তে রোন্তমকে কে বধ করিবে ? কামুছ কহিল আমি তাহাকে বধ করব; ইহা কহিয়া অশ্বারোহণ পৰ্ব্বক রণস্থলে আসিয়া রোস্তমকে ডাকিল তখনরোস্তমের কাবলি একশিষ্য আলওযায় নামক সে কহিল আমি কামছের সহিত যুদ্ধ করিতে যাইব ইহা শুনিয়া রোন্তম জনমতি করিলেন তখন আলওযায় কামছের নিকটে আসিবা মাত্ৰ কামছ তাহাকে শূলাঘাতে অশ্ব হইতে ভূমে ফেলিয় তাহার মন্তক চ্ছেদন করিল। রোস্তম তাহ দেখিয়া ক্রোধান্নিত হওত কামুছের সৰ্ম্মখে উপস্থিত হইয়া মেঘের ন্যায় গর্জন করিল, কামছ কহিল আমি আস্কবুছ নহি যে তোমার গর্জনে ভীত হইব তোমার এরুপ চিৎকারের আবিশ্যক কি ? রোস্তম'কহিস ব্যাধু শীকার করিবার সময়ে চিৎকার করিয়া থাকে, ইহা শুনির কামুছ অতি শীঘ্র পাশাস্ত্র বাহির করিয়া রোস্তমের পতি নিক্ষেপ করিবার রোন্তম আপনাকে রক্ষা করিল। কিন্তু তাহার ঘোটকের মাথায় বন্ধ হইল; পরে রোস্তম সেই কমন্দ ধরিয়াআকর্ষণ করিভেলাগিল আর একদিগে কামছ টানিতে