পাতা:সাহানামা.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪২ লিছিনাম - ইলে সে বরঞ্জুর নিকটগিয়া কাহল তোমরা কে, কোথাহইতে আইলে; কোথায় জাইতেছ ? বরঞ্জু কহিল আমার নাম ৰরজ রোস্তমের বাটীহইতে তুরান জাইতেছি, ইহা শুরির সে অতি রাগত হইয়। ধরিত্তে গেল বরঞ্জ কমন্দ ফেলিয়া ভাইকে কয়েদ করিল তাহার অশ্ব পলায়ন করিল ৷ রোস্তমের সহিত বরঞ্জর যুদ্ধ ও বরলুকে ৰিশ দেওনের বিবরণ u রান্তম আপনার প্রেরিত বলবানের শূন্য অশ্ব দরশন করস্ত সন্দিগ্ধ হইয়। সেই দিগে গমন করিয়া দেখিল যে বরজ ঐ ব্যক্তিকে বান্ধিয়া রাখিয়াছে; রোন্তম তাহার সঙ্গে অনেক ক্ষণ যুদ্ধ করিয়া দুইজনে শাস্ত হইয়া বিশ্রাম করিতে বসিয়া বরগুকি কহিল তুমি কি প্রকারে কারাগার হইতে মুক্ত হইসে বরজ কহিল ঈশ্বর আমাকে মুক্ত করিয়াছেন; পরে রোস্তম কহিল এ দুই স্ত্রীলোক কে ? ধরজ, কহিল একজন আমার মাতা অন্যজন তোমার বাটীর পরিচারিক পরে রোন্তম কহিল আমরা দুইজন শ্রান্ত ও খুদিত হইয়াছি আল্লাহর করিয়া পুনরায় যুদ্ধ করব। বরক্ত কহিল আমার সঙ্গে খাদ্য দ্রব্য কিছ মাই, রোস্তম কহিল আমি পাঠাইব তদনন্তর রোস্তম নপনার শিবিরে আসিয়া আহারের ব্য অনিতে কহিল এবং বরঞ্জর নিমিত্ত্যে লইয়া যাইতে কহিল; রোস্তমেরসঙ্গের কোন ব্যক্তি কহিল বরজকে জাহ পাঠাইব তাহাতে ৰিশ মিশত করিয়াপঠাই রোন্তমকহিল ইহাতেআমার জ্যাতি হইবে,তাহারােকহিল সবুকে নানা প্রকারছলে মারিয়াথাকে