পাতা:সাহানামা.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহােমামা ২১৫ য়ৈাদন করিল ? কিঞ্চিৎ কাল পরে সকস সেনা এক ত্র করিয়া গোদরঙ্গরসহিত যুদ্ধকরিতে আইল, গোদরঙ্গ আপন সৈন্য গণকে লইয়া পিরানওএছার সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলে বহুদিবস পয্যন্ত উভয় পক্ষীয় সেনায় যুদ্ধ হইতে লাগিল। গোদরোজ করখেছিরোকে এক পত্র লিখিলযে-হোমান মার। পডিয়াছে এখন পিরানওএছ অনেক সেনা সহযোগে আমার সহিত যুদ্ধ করিতেছে অন্ত এব আপনি রোন্তমকে সেনা সমভিব্যাহারে জামার সহাষার্থে পাঠাইবেন; কয়শ্বোছরে গোদরজের এই পত্র পাইয়া অনেক সেনা গোঙ্গরজের নিকট পাঠাইলেন আর রোন্তমকে লিখিলেন যে তুমি গোদরজ সাহায্যৰ্থে ভরানে জাইবা ক্রামগত দুইবৎসর পয্যন্ত গোদরজের সহিত পিরানওএছার কুমাগত যুদ্ধ হওয়াতে উভয় পক্ষীয় সেনা বিনষ্ট হইতে লাগিল, আর ইরান ও তুরান দুই বাদসাহসৰ্ব্বদাই সৈন্য পাঠাইতে লাগিল। রোন্তম ভুরানে আগতহইবার পূৰ্ব্বে গোদরজ পিয়ামওএছাকে সংহারকারলে তাহার সেনাগণের ভয়পাইয়াসকলে পলায়নকরিল। জাফপ্লাছিয়াৰ, পিরানওএছার সহায় জন্য আসিতেছিল পথি মধ্যে ঐ সকল পলায়িত সেনা সঙ্কে সাক্ষ্যাত হইলে তাহার কৰিল ষে গোদয়জের সহিত পিরানওএছ যুদ্ধ করিয়া মার। গিয়াছে। আফরাছিয়াব -পিয়ানগুএছার মৃত্যু সংবাদ শুনিয়া মৃত্যুবৎহইয়া মেপডিল, কিঞ্চিৎকাল বিলম্বে চৈতন্য পাইয়া অনেক রোদন করিয়া কহিল আমার বাদসহি অর থাকিবেন পিরানওএছাওগছার পুত্র হোমান এই দুইজনে রোস্তমের সহিত সৰ্ব্বদা যুদ্ধ করিয়া এতদ্রাজ্য রক্ষা করিয়া