পাতা:সাহানামা.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૧૦ সাহানামা - জাসিয়াছি আর দুইদিনের পথ গেলে চিন দেশে পেছিব তাহাতে যদি কোন বিপদ থাকে তাহাতেও ঈশ্বর রক্ষা করি বেন । ইহা শুনিয়া সেনারা কহিল আমারা চক্ষে দেখিরী কি প্রকারে মৃত্যুর মুখে জাইব । এছফন্দিয়ার কহিল তোমরা সকলে প্ৰাণ লইয়া আপন২ বাটিতে ফিরিয়া জাও আমি একাকি চিন দেশে জাইব ইহাতে তোমার দিগের কাহার সহায়তার আকিৰা আমি রাখিনা আমার সহায় কেবল এক মাত্র ঈস্বর, ইহা শুনিয়া সকলে কহিল তোমাকে একাকি রাথিয় আমরাকি প্রকারে জাইব অামারদিগের অপরাধ হই সাছে ক্ষেমা কর, বাদসাহ তাহরদিগকে প্রবোধ করিয়া কহিলেন যদি ঈশ্বরের অনু গৃহতে চিন হইতে জয়ী হইয়া আসিতে পারি তবে তোমার দিগের মানস পূৰ্ব্ব করিব সে রাত্রি সেই স্থানে থাকলেন পঞ্চম দিবসের পথের বিবরণ সমাপ্ত হইল । , r. - সষ্ট দিবসের পথের বিবরণ ॥ এছয দিয়ার সষ্ট দিবস প্রাতে সেনাগণক সঙ্গে লইয়n সমস্ত দিবস চলিয় বেলাঅবসানে এক পৰ্ব্বতের নিকটেঅতি রম্য স্থান ও ঝরনা দেখিয়া শিবির স্থাপন করিয়া রহিনেন কিঞ্চিৎ কাল পরে ঝড় আরম্ভ হইল তাহ দেখিয়া বাদসাহ পৰ্ব্বতের বৃহৎ২ গুহারমধ্যে সেনাগণকে ও ঘোটকাদি রাখা ইলেন কিঞ্চিং রাত্রি গত হইলে বরফ পডিতে আরম্ভ হইল । তদষ্ট এছফন্দিয়ার আপন ভাতা ও পুণ্ড ও সরদারদিগকে সঙ্গে লইয়া ঈশ্বর উদেশে রোদন বদনে প্রার্থনা করিলেন যে হে ঈস্থময় স্তব ঈচ্ছায় শুষ্টি স্থিতি প্ৰলয় হয় এ আপদ