পাতা:সাহানামা.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१8 সাহানাম থাকিলেও কেহ কিছুই করিতে পারেনা। করগাছার জাহ। কহিয়াছিল সে কথাসভ্য আমি চিনের জুগ দেখিয়া লজ্জিত হইয়াছি কারণ সমুদয় বাদসাহর দেশে গিয়া সকল ধাদৰারর দুর্গ দেখিয়াছি কিন্তু এমন অষ্ট ধাত্তর গড় কোন দেশে দেখি নাই; এদুগ কিপ্রকারে অধিকার করি তাহার পরামস কর। সরকারের কহিল যদি এমক দুৰ্গম দুগ হয় তবে ফি রিয়া জাওয়ায় সতপরামুল, এছফন্দিয়ার কহিল সে কথা সত্য ৰটে কিন্তু ধিরিয়া যাইতে আমার মম হয় না যে হেক্ত আমার মনে সৰ্ব্বস উদয় হইতেছে যে ঈশ্বর অতি দয়াল যে তাহাকে আশ্রয়করে ভিনিতাহাকে অবিশ্য আশ্রয় দেন,আমি তাছাকে আশ্রয়করিয়া এই হস্তখানের গম পথদিয়া সকল । জাপদ হইতে তাঁহার কৃপায় মক্ত হইয় এপর্যন্ত আসিয়াছি ভাঁহাকে আশ্রয় করিয়া কেহুনিরাসা হয় নাই আমি ভাঁহাকে আশ্ৰয় করিয়াছি তিনি কুপা করিয়া আমারমানসপূৰ্শ্ব অবস্য করবেন ইহা কহিয়, কিঞ্চিৎকল মনোমধ্যে বিবেচনা করি য়। সকলকে কহিল যে আমার মনে পরমেশ্বর কৃপা করিয়া এক উপায় উদয় করিলেন তাহ শুন; মামি তোমার দিগের এইস্থানে সেনা সহিত রাখিয়া বণিক বেশে, দুগ মধ্যে প্ৰবেশ করিয়া কিছুদিন সেইস্থানে থাকিয়া সন্ধান করিয়া যদি মারিতে পারি তাহার চেষ্টা করিৰ তদবেতিরেকে যুদ্ধ করিয়া এ দু,গ মারা অতি শুকঠিন প্রাণের আসা ত্যাগ, না করিলে কোন কঠিন কর্ম সিদ্ধ হইতে পারে ন৷ অত এৰ আজি প্রাণেরআস ত্যাগকরিয়া সওদাগরের বেশে দুগমধ্যে অবশ্য জাইব ইহাতে কোন সন্দেহ নাই ঈশ্বর