পাতা:সাহানামা.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম । రి) লের পরিবার সকলে ভোকে দাশী পূৰ্ণ কহিয়া ভৃত্য ভুল্য জ্ঞান করে; সোগাদ সভামধ্যে এই সকল কথাগুনিয়া রাগত হইয়া আপন ৰাটিতে গিয়া জাল ও রোন্তমকে ঐ সকল বিৰ গুণ কহিল, রোস্তয়sশুনিয়া সোগাদকে সাম্ভ করিয়া কহিল আমি তাহাকে স্কৃত করত কারাগারে বদ্ধ করিয়া তোমাকে কাৰলের বাদসহি করিব, কয়েক দিবস পরে অাপন সেনা ও সোগাকে সঙ্গে লইয়া কাবলে যাত্রা করিলে কবলের বাদ সাহ রোস্তমের আগমনের সংবাদ পাইয়। একদিবসের পথ অগ্রসর হইয়া রোস্তমের পায়ে ধরিয়া অনেক রোদন ও বি নতি করিয়া কহিল আমি মদিরা পানে মত্ত হইয়৷ সোগাদকে দুৰ্ব্বাক্য কহিয়াছি আপনি অনুগ্রহকরিয়া আমার এ অপরাধ মাজন করুণ; রোন্তন তাহার অনেক বিনয় বাক্যে তাহাকে করিল, পরে কাবলের বাদসাহ রোন্তমকে আপন এক বাটিতে রাখিয়া নানামত সেবাদ্ধারায় সন্তুষ্ট করিল। সোগা দ বাদসাহকে বিরলে জিজ্ঞাসা করিল কুপ খনন হইয়াছে কি না ? সে কছিল তোমার উপদেস মত হইয়াছে। সোগাদ কহিল স্বিকারের উপলক্ষ্যরোন্তমকে সেইস্থানে লইয়া জাও পরে কাৰলের বাদসাহ রোস্তমের নিকটে আসিয়া জানাইল যে অমুক স্থানে এক সূরম্য বন আছে তাহার মধ্যে অনেক মৃগাদিসিকারের যোগ্য পশু থাকে রোত্তম স্তম্ভ হইয়া অশ্ব৷ রোহি হইয়া সেইদিগে গমন কালিন দক্ষিণে সোগাদ বামে কাবলের বাদসহি পথ প্রদশ কৰূপে চলিল। যখন সেই কুপের নিকটে পোছিল রোস্তমের অশ্ব মুক্তন মৃত্তিকার গৰ্দ্ধ পাইয়া দাড়াইলে রোস্তম পদ দ্বার তাড়ন করিতে লাগিল ।