পাতা:সাহানামা.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৬ লাহানাম এক পুরাতন গৃহের নায় দৃশ্য হইলে কোন লোককে কহিল ঐ গৃহে কেহ আছে কিনা দেখিয়া জাইস । সে ভংক্ষণাত্ত্ব দেখিয়া আসিয়া কহিল একজন যুবক সেপাহি ঘরের মধ্যে নিদ্রিতর্জাছে, কিন্তু সেইগৃহ খণ্ড ২ হইয়া রহিয়াছে বোধ হয় এইক্ষণেই পতিত হইবে । রসনওয়াদ কহিল তাহাকে শীঘু আমার নিকট আন সে গিয়া দারাবকে জাগুত করিয়া গৃহ হইতে বাহির হইবা মাত্রেই সেইগহ ভাঙ্গিয়া পডিল। সেব্যক্তি আসিয়া সমদয় বৃত্তান্ত কহিল, রসনওয়াদ দারারের প্রতি অতিশয় স্তষ্ট হইয়া তাহার জন্ম ৰিবরণ জিজ্ঞাসা করিল দারাব রজকের নিকট যেমত ২ শুনিয়াছিল ভাহা অবিকল কহিল । রসনওয়াদ শুনিয়া দারাবকে অশ্বাদি নানাবিধ দৰ্য পারিতোষিক দিয়া ঐ ধোপ ও ধোপানিকে জানিতে লোক পাঠাইল । তাহারা আইলে দারাবের জন্ম বিবরণ জিজ্ঞাসা করিলে তাহার কহিল আমরা পূৰ্ব্বে ইরানে বসতি করিভাম কেল্লার পাশ্বে ফোরাত নদিন্তে বস্তুধৌত করিয়া কাল যাপন করিতাম, এক দিবস অতিপ্রতুসে বস্তুধেত করিতে গিয়৷ দেখিলাম যে ঐ নদির ধার দিয়া এক সিন্দক ভাসিয়া যাই তেছে আমি ঐ সিন্দক ধরিয়া ভটে আনিয়া চাবি ভাঙ্গিয়৷ দেখিলাম একটি সাত আট মাসের বালক এক উত্তম শয্যার উপর জিবদশায় আছে আমি সিন্দক সহিত লইয়া আমার স্ত্রীকে দেখাইলাম সে বালককে লইয়া স্তনপান করাইল, পরে সিন্দকের মধ্য হইতে সেই শয্যা ও বস্ত্রাদি স্তলিলাম তাহার নিচে কথক গুলীন মোহর ও বহুমূল্য রতছিল ভাই পইয়া আমরা পরামুশ করিলাম যে এখাৱে থাকিলে একথা