পাতা:সাহানামা.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o &S সাহানাম বাক্যের কৌশলে তব হতেছে সংশয় । ছেকন্দর হবে ত্তমি হেন মনেলয় ৷ দূত কহিল আমা অপিক্ষ অনেক বিশিষ্ট ভৃত্য ছেকন্দরের • নিকট আছে এব০ সে এমত নিৰ্ব্বোধ নহে যে আপনি দ ভ হইয়া আসিবেক সে রাজনীতি সকল জ্ঞাতআছে; পরে দারা তাহাকে নিকটে বসাইরাপেয়াল পূরিত মদির দিতে কহিল দত মদিরা পান করিয়া পেয়ালা আপনি রাখিল যেব্যক্তি মদ্য দিতেছিল দারাকে জানাইল যে দত্ত মদ্য পান করিয়া পেয়াল রাখিল,জারা দতকে কহিল কি নিমিন্ত্য পেয়াল দেওয়াই দুত কহিল আমার দেশে এই নিয়ম আছে দুতের হস্তে যে দুব্য দেয় তাহ আর লয়না; দারাহাস্য করিয়া কহিল অন্য পেয়াল আনিয়া মদিরাদেও দূত কুমে ২ চারি পেয়ালা লইল, পরে সন্ধের সময় নানাবিধ আহারিয় ব্য আনাইয়া সভাস্থ সকলের সঙ্গে একত্রে আহার করিতে ‘ বসিল সেইসময়ে একব্যক্তি আসিয়া উপস্থিত হইল সে ছেক সদরকে চিনিত সে দারারনিকটে জানাইবার নিমিত্ত্য দণ্ডায় মান হইলে তাহাকে দেখিয়া ছেকন্দর অনুভব করিল যে দারণকে জামার পরিচয় দিবেক । ছেকন্দর বুঝিল এবে প্রকাশ হুইল । এখন আমার থাকা উছিত মা হইল । এতেক বিচার করি তখনি উঠিল । দারীকে না জানাইরা বাহিরেতে গেল । আপনার অশ্বেচডি গমন করিল। । মিজ সিবিরেতে আসি দরশন দিল ।