পাতা:সাহানামা.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহাঙ্গাজ יש58\ নির্মিত শকটোপরি রাখিয় তাহার মধ্যে বাবদ ওগুলি দিয়া ঐ কামানের পৃষ্ঠে অগ্নি সংযোগ করিলে ঐ কামানের মা হইতে উতপ্ত লৌঙ্গ গোলা নিৰ্গত হইয়া হস্তি ঘোটক মনম্যাদি জাহার উপর পতিত হয় সে ভংখণাৎ প্রাণ ত্যাগ করে, ছেকন্দর তাহ দেখিয়া অত্যন্ত সন্তুষ্ট হহয়! এক সহশ্র নীেহ কামান ঘোটকীকার স্তুতকরাইয়া করহি ন্দিরসহিত যুদ্ধ করিতেচলিল, করহিন্দির সেনার। ছেকন্দ রের সেনার অগভাগে শকটোপর লোহার ঘোঠকসকল দে খিয় জাছছ দিগকে জিজ্ঞাস করল য সৈন্যের আগে শক টোপরি ঘোটকাকত কি বস্তু ? তাহারা কহিল ছেকন্দরের তোপখানা; হকিমের শ্রণ্ঠি করিয়াছে , হিনদ স্থানের লে৷ কেরা কখন তোপ দেখেনাই এবং ইহার পূৰ্ব্বে তোপের শ্রষ্টি ছিলনা তোপের নাম ও কেহু শুনে নাই; তাহারা অকৃত হয়ে দুই সহশ্ৰ ষোন্ধ হস্তি অগ্ৰে করিয়া যুদ্ধ করিতে আইল,তখন ছেকন্দর আজ্ঞা করিলেন যে একেবারেই একসহশ অস্বা রোহি জাহার তোপের কৰ্ম্মে শুশিক্ষিত হইয়াছে তাহারা ঐ সহশ, তোপ অগ্নিসংযোগকন্ধক। তাহার তৎক্ষনাত্ তোপে -অগ্নি প্রদান করিলে তাহাতে বজুষিাতের অপেক্ষ অf.ক সন্ধ হইয়া গোলা সকল বাহির হইয়া করহিন্দি বাদসাহর হস্তি ও সৈন্য সকলের উপর পড়িতেলা গল তাহাতে অনেক হস্তি ও সেন মরিল হস্তি যে কএকটা ছিল তাহারা তোপের শব্দে পলাইল; আর সেনারা তাহা দেখিয়া পলায়ন করিল ছেকন্দর আপন সেন। লইয়াকরহিন্দিরসৈণ্য মধ্যেপভয়৷ অনেক সেনা বিনাশ করিল ৷ -