পাতা:সাহানামা.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানামা \రిసి রছিয়াছে। ছেকন্দর এই সকল আঞ্চার্য দৃষ্টি করিতেছে এমত সময়ে এই শব্দ হইল স্তমি পৃথিবীতে অনেক আশ্চাষ্য দরসন করিলে এমত আর কেহুদেখেনাই, ভূমি এস্থানহইতে প্রস্থান কর তোমার আয়, শেষ হইয়াছে। ছেকন্দর এই শব্দ শুনিয়া সে স্থান হইতে নিয়ে আসিয়া হকিম ও পত্তিত দিগের ঐ পুৰুষের ও বাটির বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন ই তাহার কহিল আমরা গ্রন্থাদি দ্বারা জ্ঞাত আছি, পূৰ্ব্বেকোন কালে কোয় দেখে সদাদ নামক একজন অতি প্রধান বাদসাহ সে এক বৈকটি নির্মান করিয়াছিল যখন সে ঐ বৈকুণ্ট দেখিতে আসিয়া দ্বারের মধ্যে এক পদ আর এক পদ বাহিরে ছিল সেই সময় ভাহার মৃত্ত্ব হইল। সদাদ জীবদ্দশায় লোককে কহিয়াছিল যে আমাকে সকলে ঈশ্বর কহিবা, তাহার মৃত্যু হইলে পর সেই পাপে শুকরের ন্যায় মুখ হইল । তাহাকে সন্ন ভক্তে বস্ত্র আচ্ছাদন করিয়া রাখিয়াছে তাহর মৃত্যু সন্নির ঐৰূপ চিরকাল থাকি বে কখন নষ্ট হবেন; ছেকন্দর ইহা শুনিয়া সেস্থান হইতে গমন করিয়। কয়েক দিবস পরে এক নগর ও লোকালয় দেখিয়া সেস্থানে আইলেন তাহারাও বাদসাহকে দেখিতে আইল; বাদসাহ তাহারদিগের নিকট ডাকিয়া সমাদর করি লেন তাহার,কহিল আমারদিগের দেশে এক জোড বক্তা বৃক্ষ আছে যেমন দই মনুস্য উভয়ে উভয়ের গলদেশে হস্তাপণ করিয়া দাডাইয়া রহিয়াছে; তাহার দিগের মন্তকোপরি সাখা পল্লাৰাদি আছে তাহার একটা পুরুষ একটান্ত্রি 1l 8° 1t