পাতা:সাহানামা.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ সাহানামা সঙ্গে যুদ্ধ করিয়া নষ্ট হইয়াছে তাহ শুনিয়াছ, এবং উদয়া চলঅবধি অন্তাচলপয্যন্ত্যত বাদসাহআছে সকলেইআমার অধিন ও আজ্ঞা বহ ভূমি ও সেই নির্তীমত থাকিবা তবে, তোমাকে এখানকার অধিপতি করিয়া আমি অন্য দেশে গন্ধন করিব, পরস্তু দুবুদ্ধি প্রযুক্ত যদি যুদ্ধকর তবে আপনার প্রাণ ও রাজ্য এব-সেনা সকলই নষ্ট করিব। ফগফুর এই পত্ৰণ্ডনিয়া রাগত হইয়া ক্ষণুকাল নিরব থাকিয়া পরে হাস্য করিয়া দূতকে কহিল তোমার বাদসাহর ঈশ্বর বন্ধনহে দুত কহিল হে চিনের প্রধান । ছেকন্দর তুল্য পুরুদন্তে, বলে, বুদ্ধিতে, বিদ্যাতে, দানে,মানে, সাহসে এবং দুস্যতে পৃথিবী মধ্যে আর কে আছে । ফগ ফরচিন এই কথা শুনিয়া আর কোন উত্তর নাকরিয়া খাদ্য দ্রব্য ও মদির, আনিয়া দুতকে লইয়া একত্রে অ্যহার করিয়া মদ্যপান করি তে২ সন্ধ্যাকাল উপস্থিত হইল তখন ফগ ফর চিন কহিল কল্য পত্রের উত্তর দিব অদ্য আপনি বাশায় বিশ্রাম করুণ । দুত বিদায় হইয় আপন বাসায় আইল, পর দিবস প্রাতে ফগফুর দুতকে ডাকিয় আপন নিকট বসাইয়া পত্রের এই উত্তর লিখিলেন যে তুমি দারা প্রভৃতি অনেক ৰাদসাহকে বিনাশ করিয়াছ তাহার ভোম কইতে দুৰ্ব্বল ছিল না যখন জাহার সৌভাগ্যের উদয় হয় তখন সেই বলবানু ও জয়ি হয় ভন্নিমিন্ত্য আমি ভিত্ত নহি আর আমার অনেক সেনা আছে আপনার এতদ্রুপ অহঙ্কার করা উচিত নহে, দেখ করেদ, জোহাক, জমষেদ আদি তোমা অপিক্ষা সৰ্ব্বাংসে শ্রেষ্টছি লেন তাহারা সকলেই গতো হইয়াছেন, তুমি ও অাহি ক্ৰমে