পাতা:সাহানামা.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম৷ ” ৩৭৯ হইয়াছিলেন ইহাকে ইরানে গোর দিব । রোমের বাসির কহিল ছেকন্দরের জর্মা রোম দেশে হইয়াছিল সেইস্থানে গোর দিব, এই মত বিবাদ উপস্থিত দেখিয়া একজন বৃদ্ধ পারসি কহিল তোমরা অকারণ কেন বিবাদ করিতেছ এখান হইতে অতিনিকট হরম নামে এক পৰ্কত অাছে সেঅতিস রম্যস্থান সেই স্থানে গিয়া জিজ্ঞাসা করিলে পৰ্ব্বতহইভে শব্দ হইবেক সকলে শুনিতে পাইবা; অতএব এই কফনের সিন্দক সেইস্থানে রাথিয় জিজ্ঞাস করিলে যদি প স্বভ তাহারউত্তর করে তবে সকলে ঐক্য হইয়। তাছা করিব নন্তব তোমারদি গের যাহা মত হইবে তাহ করব । এই কথা ধায্য করিয়া হরম পৰ্ব্বতের নিকটে ঐ সিন্দক রাখিয়া জিজ্ঞাসা করিলেন যে ছেকনদরের গোর কোন স্থানে দেয়া কষ্টব্য ? পৰ্ব্বত হইতে শব্দ হইল যে এছকন্দরিয়া নামক যেনগর ছেকন্দর স্থাপিত করিয়াছে সেই স্থানে ছেকন্দরকে গোর দেও, পরে ওখান হইতে এছকনদরিয়াতে যখন পৌছিল তথন ছেকন্দরের মাতা ও আরাস্তু প্রভৃতি সকলে সেই স্থানে আসিয়া অনেক রোদন করিল, পরে সকলে ঐক্য হইয়া সেই এছকুন্দরিয়া নগরে ছেকন্দরের গোর দিলেন ৷ ছেকন্দর চৌদব্য রাজন্ত করিল । তার পর নিরবধি পৃথিবী ভূমিল ৷ সকলের সঙ্গে যুদ্ধে সে যয়ি হইল । অনেক নগর দেশ সেই বসাইল । অনেক আশ্চাষ্য পৃথিবীতে সে দেখিল । সমুদু পাহাড বন অনেক ফিরিল ৷