পাতা:সাহানামা.djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૬8 সাহানামা , , রক্ষক হইয়া অশ্বশালার নিকট যে বাটি আছে সেইস্থানে গিয়া বাস কর, অৰ্দ্দসির নিরোপায় হইয়া সেই বাটিতে, গিয়া রহিল কিছুদিন পরে আদও য়ানের এক প্রিয়সী সয় লিনী তাহার নাম গোলনার সে আপন প্রসাদে উটিয়াচিল আদসিরকে দেখিয়া কামাসক্ত হইয়া যামিনী যোগে কোন প্রকারান্তরে আর্দসিরের নিকটে আসিয়া আপন বিবরণ জানাইয়া অনেকমিষ্টালাপ করিলে আদসির আদওয়ানের ভয়ে ভীত হইয়। তৎকালীন তাহার সহিত আলপ না করাতে গোলনারে অনেক হাৰ ভাব কটাক্ষ দ্বারা তাহাকে মুগ্ধ করল, এইরুপে কিছুদিন গোপনে গমনাগমন করিয়া এক দিবস গোলনার কহিল একথা প্রকাশ হইলে দুই জনেই মারা পডিব অতএব এখান হইতে প্রস্থান করাই উচিত, এই ৰূপ পরামুস স্থির করিয়া বাদসাহর অশ্বালয় হইতে অতিউৎ কষ্ট দুইটা ঘোটক লইয়া গোপন করিয়া রাখিল; রাত্র দুই প্রহরের সময় গোলনার যৎকিঞ্চিৎ বহু মূল্য রত্নাদি লইয়া আদসিরের নিকট আইল আদমির তাহাকে সঙ্গে লইয়া দুই জনে দুই অশ্বারোহণে বাহির হইলেন । প্রাতে আদওয়ান শুনিলযে গোলনার বাটিতে নাই এবং সন্ধান করিয়াও তাহাকে পাওয়া গেলন, পরে অশ্বালয়স্থ লোকেরা আসিয়া বাদসাহকে জানাইল আদমির গতো রাত্রে এখান হইতে পাসাইয়াছে; তখন বুঝিল দুইজনে পরামস করিয়া এখান হইতে প্রন্থন করিয়াছে ; কথক গুলিন অশ্বারোহ তাহার দিগকে ধরতে পাঠাইল, বেলা দুই প্রহরের সময় মাদ সির ও গোলনার কুম্ভহইয়া এক সরোবরেরনিকট পেচিয়