পাতা:সাহানামা.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- সাহানাম \፵፭ማ ধারণ করিয়াছি এইক্ষণে আমাকে বধ না করিয়া প্রসবান্তে ৰধ করিলে উত্তম হয়, উজির এই কথা শুনিয়া বেগমকে আপন বাটিতে এক বন্ধে রাখিরা আপন স্ত্রীকে বেগমের তত্ত্বাবধান করিতে কহিল কিছুদিন পরে বেগম এক পুত্ৰ প্রসব হইল উ জর তাহার নাম সাপুর রাখিল, যখন সাপুর সাত বৎসরের হইল তখন একদিন আরদসির বাদমাহর সভায় নৃত্যগীত হইতেছে আর নগরীয় প্রধান লোকসকল বসিয়াছে এই সময়ে উজির ছেলাম করিয়া বাদসাহির মখ কিঞ্চিৎ বিমৰ্ষ দেখিয়া বাদসাহকে কহিল আপনি এইক্ষণে পৃথিবীর বাদসাহ হইয়া নিস্কন্টকে রাষ্য করতে অর নৃত্য গীত আনন্দের সময় বিমর্ষ দেখিতেছি ইহার কারণ কি? বাদসাহ কহিলেন শুন উজির আমার বয়ক্রম একান্ন বং সর হইল এপয্যন্ত অনেক যুদ্ধ বিগ হ ও ব্লেসকরিয়া অনেক দেশ অধিকার করিলাম কিন্তু এ সকলি বৃথা আমার এখন পয্যান্ত সম্ভান হয় নাই আমি গভে হইলে আমার রাজ্য ধন অন্যে ভোগ করবে বিমযর কারণ এই । তখন উজির মনোমধ্যে বিবেচনা করিল যে বাদসাহর পুত্র হইয়াছে সে প্রকাশ করিবার সময় এই ইহা বিবেচনা করিয়া উজির গাত্রোথান করিয়া ছেলাম করিয়া কহিল হে বাদসাহ? যদি আমার প্রীণ ও অভয় আমাকে দান করেণ তবে আপনকার "এমন দুঃখ দ্বর করতে পারি, বাদসাহ কহিলেন এ বড আশ্চয্যের কথা শুনি আমার মনদুঃখ দূর করিবে ইহার পর আর কি আনন্দ আছে ইহাতে প্রাণ শিক্ষা ও অভয় চাহি তেছ ইহার কারণ কি? জাহা হউক আমি তোমাকে অভয়