পাতা:সাহানামা.djvu/৪২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Boor সাহানামা - একজন উওম গনক আছে তাহার নিকট এক জন পণ্ডিত জাইয়৷ এই প্রশ্ন কক্কক সে গননা করিয়া জেমত কহিবেক সেই মত করা কৰ্ত্তব্য । তখন এক জন পণ্ডিত কে কিঞ্চিৎ' ধন দিয়া কিদহিন্দির নিকট ঐ প্রশ্ন করিয়া ও গনক জাহা, গননা করিয়া কহে জানিয়া আসিতে পাঠাইলেন পণ্ডিত তাহার নিকট জাইয়া প্রশ্ন করিলে গনক গনন শুভাশুভ বিচার করিয়া কহিল মেহরকের কনগরসহিত সাহপরের বিবাহ হইবে আমার বিচার এই হইতেছে তাহা হইলে ব০শের ও রাজ্যের কসল হইবে বাদসাহকে এইকথা কহিব। পণ্ডিত গণকের নিকট হইতে বাদসাহর সন্ম খৈ উপস্থিত হইয়া ঐ রুপ কহিলে বাদসাহ কহিল মেহরক আমার সত্র ছিল তাহার কন্যার সহিত আমার পগ্রের বিবাহ কদাচ fদবনা, আর মেহরককে ও তাহার গোণ্ঠিকে যখন আমি নষ্ট করিয়াছিলাম তখন তাহার এক ছোট কন্যা ছিল সে কোথায় পালাইয়াছে তৎ কালে তাহার অনসন্ধান করিয়া পাওয়া জায়নাই আছে কি মরিয়াছে,তাহ ও কহিতে পারি। না, যদি তাহাকে পাওয়া জায় তবে তাহাকে অগ্নিতে পোডাইয়া মারিব ইহা কহিয়া একজন সরদারকে আজ্ঞা করি লেন আমি কথক গুলিন সেনা সঙ্গে লইয়া চেহরম নগরে যে স্থানে মেহরকের বাটিছিল সেইস্থানে জাইয়া অনুসন্ধান করিয়া যদি মেহরকের কন্যা থাকে তবে তাহাকে ধরিয়৷ আনু সরদার বাদসাহর আজ্ঞ মত চেহরম নগরে যাত্রা করিল। মেহরকের কন্যা পরম পরায় এই কথা শুনিয়া চেহরম নগর হইতে পলাহয়৷ কিছুকুর এক কৃষকের বাটিতেগিয়া থাকল