পাতা:সাহানামা.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जोश्मांभो ॥ "לג আমি কল্য প্রাতে উদ্যানে গমন করিয়া তাহার সহিত সাক্ষাৎ করিব, তখন সাহজাদী পিতার নিকটে বিদায় হইয়া জমসেদের নিকটে গিয়া আপন পিতার আগমনের বাৰ্ত্ত কহিয়াতুষ্ট করি লেন। পরে জাবলের বাদসাহ পরদিন প্রাতে উদ্যানে অসিয়া জমসেদের সহিত সাক্ষাৎ করিয়া কহিলেন হুেবাদসাহ! তোমার এভৃত্য থাকিতে আপনার কোন মতে মন্দ হইবেক না, এবং আমার কন্যাকে আপনি দাসী জ্ঞান করিবেন । জাবলের বাদ সাহ জমসেদকে অভয় প্রদান করিলেন কিন্তু তাহাতেও জমসেদের মনের আশঙ্কদূর হইল না,কারণ কোন লোক তাহাকে কহিল যে জাবলের রাজসংক্রান্ত মন্ত্রী অাদি ও দেশস্থ প্রধান লোক সকলে যুক্তি করিয়াছেন যদি আমারদিগের বাদসহ জমসেদকে ধূত করিয়া জোহাকের নিকটে না পাঠান তবে আমরা সকলে ঐক্য হইয়া জমসেদকে জোহাকের নিকটে লইয়। যাইব কেননা জেtহাক কোন ক্রমে এই সংবাদ শুনিতে পাইলে জামারদিগের রাজ্যে আসিয়া সকলকে নষ্ট করিবেন, অতএব একের নিমিত্ত সকলে নষ্ট হওয়া উচিত নহে, এত দ্বাক্য শুনিয়া জমসেদ অত্যন্ত ভীত হইয়া সমস্ত দিৱস বিমর্ষ থাকিল । त्व ङभtगरमग्न स्रावण श्रण क्लीनरश्रय गमन । ব্লাত্রিকালে সকলে নিদ্রিত হইলে ওস্থান হইতে প্রস্থান করিয়া চীনদেশে গমন করিয়া কয়েক দিবস তথায় থাকিয়া হিন্দুস্থানে গমন করিলেন, কিঞ্চিৎ দূর গিয়া এক বৃক্ষমূলে শয়ন করিয়া জা পনার দুর্দশ ও দুর্ভাগ্যতা শরণ করিতেই নিদ্রা আকর্ষণ হুইল ঐ সময়ে জোহাক বাদসার এক দূত চীনের বাদসাহর নিকটে গমন করিয়াছিল, তাহার সঙ্গি এক জন জমসেদকে চিনিত