পাতা:সাহানামা.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जांश्नॉमी ।ll ২১ নিমিত্ত আমাকে মারিবেক ? পণ্ডিতেরা কছিলেন আপনি তাহার পিতাকে নষ্ট করিবেন, সে অাপন পিতার বধের পরি বৰ্ত্তে তোমাকে নষ্ট করিবেক, ইহা শুনিয়া জোহাক অজ্ঞান হইয়৷ তক্ত হইতে ভূমে পতিত হইল ক্ষণেক কালপরে চৈতন্য প্রাপ্তহইয়া তত্তে বসিয়া পুনরায় ফরেদুর অনুসন্ধান গোপনেও প্রকাশ্যৰূপে করিতে সকল লোককে আজ্ঞা করিলেন, ফরেন্টুর নাম শ্রবণ করণবিধি জোহাকের মনে এক ভয় প্রবেশ হইয়৷ আহার ও নিদ্রা ঐ ভাবনায় উত্তমরূপে হইত না, এবং সৰ্ব্বদা অসুখি থাকিত • ফরেদুর পিতার নাম ওঝতিন, মাতার নাম ফরানক, তহমুরদ্ধের বংশোদ্ভব ছিল। জোহাক আপন অধীনস্থ চরগণকে আজ্ঞা করিয়াছিলেন যে কয় বংশের লোক যেখানে দেখিতে পাইবা তৎক্ষণাৎ তাহাকে আমার নিকটে ধৃত করিয়া আনিবা, কয়বংশীয় যে২ ছিল এই সংবাদ শুনিয়া আর কেহু বাটী হইতে বাহির হইত না, অনেক দিবসের পর ওব্বতিন কেবল গৃহ মধ্যে সৰ্ব্বদা বাসকরত বিরক্ত হইয় এক দিবস উদ্যান ভ্রমণে গমন করিল, দৈবাধীন জোহাকের এক জন চর তাহাকে দেখিতে পাইয়। ধৃত করিয়া জোহাকের নিকটে আনিলে জোহাক তৎক্ষণাৎ তাহার শির ছেদন করিল। .জোহাকের ভয়ে ফরেষ্টুর পলায়ন। ফরেদুর মাত ফরানক এই সংবাদ শ্রুত মাত্র ফরেদ ও তাহার আর দুই ভ্রাত এই তিন জনকে লইয়। সেখান হইতে পলায়ন করিল। ফরেদু তখন দুইমাস বয়স্ক বালক ছিল সমস্ত দিবস'পৰ্য্যটন করিয়া এক মাঠে পৌছিল সে স্থান এক জন গোপের তাহার অনেক দুগ্ধবতী গোও মহিষ সে স্থলে থাকিত ফরনিক ঐস্থানে পৌঁছিয়া ঐ গোপের শরণাপন্ন হুইয়া আপ