পাতা:সাহানামা.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ ון והובסןדס করিয়া রোদন বদনে আশ্রয় প্রার্থনা করিল, আর কহিল যে ইহার এক প্রবল শক্ৰ আছে, আপনি অনুগ্রহ করিয়া রক্ষা করুন। ঐ তপস্বী অনুগ্রহপূর্বক কহিলেন তুমি এই বালকঃ কে লইয়া এই স্থনে বাস কর । কিয়ৎকাল পরে এক দিবস সেই তপস্বী ফরেদুর মাতাকে কহিলেন যে পণ্ডিতেরা জোহাকের হস্তারক এই বালককে কহিয়াছেন সে বাক্য সত্য বটে, এই জোহাককে বিনাশ করিয়া তাহার রাজ্য লইবে; এবং পৃথিবীর বাদসাহ হইবেক । যখন ফরেদু ষোড়শ বৎসর বয়ঃ প্রাপ্ত হইল তখন অপেন মাতাকে এক দিবস জিজ্ঞাস করিল যে জোহাক আমার পিতাকে কি নিমিত্ত মারিয়াছে ফরানক সমস্ত বৃত্তান্ত জানাইল, ফরেদু শুনিয়া কহিল আমি পিতার পরিবর্তে জোহাকের প্রাণ দণ্ড করিব, ফরেদুর মাত কহিল ভমি বালক, এক,দরিদ্র, সেন এবং ধন সম্পত্তি কিছুই নাই, সে পৃথিবীর বাদসহি স্তমি এখন ব্যাস্ত হইবা না যদি তোমার অদূষ্টে রাজ্য থাকে তবে পরমেশ্বর উপায় করিয়া দিবেন । ফরেদু কহিল আমি জোহাকের সহিতযুদ্ধ করিতে যাত্র করিলাম ঈশ্বর আমাকে অবশ্যই কৃপা করিবেন, এখানে জোহাকের মনে ফরেদুর ভয় ক্রমেং বৃদ্ধি হইয়া অতিশয় রুশ ও দুৰ্ব্বল হইতে লাগিল, এবং তাবৎ লোক কহিতেছে যে ইহার দৈৗরাত্ম্য আর সন্থ হয় না, ফরেদু আইলেই ভাল হয় আর আপামর সাধারণ সকললোকেই ফরেষ্টুর তত্ব করিতে লাগিল এক দিবস জোহাক সভাস্থ ও নগরস্থ প্রধান লোক সকলকে আনয়ন করিয়া কহিল যে আমার অতিক্ষুদ্র এক শক্ৰ আছে, কিন্তু শক্রকে কদাচ ক্ষুদ্র জ্ঞানকরা উচিতনহে,আমি শুনিয়াছি সে হিন্দুস্থানে আছে, যদ্যপি সে ক্ষুদ্র বটে কিন্তু তাহার বুদ্ধির প্রাখৰ্য্যত ও যুদ্ধের প্রশংসা অনেকে করে, এনিমিত্ত আমি