পাতা:সাহানামা.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जाइनॉभी ॥ ス争 নদী পার হইবার নিমিত্ত নাবিকদিগকে ডাকিল, তাহারদিগকে জোহাকের বারণ ছিল সেই জন্য কেং ফরেদুকে পার করিলেক না । * - ফরেদু সন্তরণ দ্বারা নদীপার। তখন ফরে ক্রোধাম্বিত হইয়। অশ্বারোহণে নদী পার হুইল ইহা দেখিয়া আর২ সকলে তাহার পশ্চাৎগামি হইল । ঈশ্বর ইচ্ছায় সেই ভয়ানক নদী হইতে সকলে অক্লেশে পাৱ হইয়া তীরে উৰ্ত্তীর্ণ হইল, পরে তথা হইতে গমন করিয়া অতি নিকটে এক বৃহৎ অট্টালিকা দেখিলেন তাহার নাম বয়তলমকছদ আর ( পহলৰি ভাষায় তাহার নাম গঙ্গদঙ্গ ) জোহাক সেই ৰটীতে আপনার ধন সম্পত্তি ও রত্নাদি নিৰ্ম্মিত তত্ত্ব ( তলছমাত ) অর্থাৎ ইন্দ্রজাল করিয়া অনেক দৈত্য প্রভৃতিকে তথায় রক্ষক রাখিয়া আপনি ফরেদুর অন্বেষণ করিতে হিন্দুস্থানে গিয়াছিল। ফরেন্টু কাওয়াকে জিজ্ঞাসা করিল এ বাট কাছার ? সে সকল বিস্তারিত করিয়া কহিল । ফরেন্টু শুনিল যে জোহাক আপন সেনা লইয়। তাহার অন্বেষণে হিন্দুস্থানে গিয়াছে, অতি আহলাদিত হইয়া ঈশ্বরের ধন্যবাদ পূৰ্ব্বক সেই বাটীতে প্রবেশ করিয়া উক্ত ধনাদি সকল গ্রহণ করিলেন, এবং অন্তঃপূরের মধ্যে প্রবেশ করিয়া জোহাকের বেগমদিগকে দেখিয় তাহার মধ্যে জমসেদ বাদসাহর দুই ভগ্নী সহরনাঙ্গ ও জারনওয়াজ নাম্নী ছিল, তাহারদিগকে ডাকিয় জিজ্ঞাসা করিলেন ষে জোহাক হিন্দুস্থানে কি নিমিত্ত গিয়াছে তাহার কহিল সে দুই কারণে গিয়াছে, প্রথমতঃ সে শুনিয়াছে যে স্তুমি স্থিান দিয়। এখানে আদিৰ যদি সেই খানে কিম্বা পখিমধ্যে কোম প্রকারে তোমাকে দেখিতে পায় তবে নষ্ট করিবে, আর যদি তোমার সতি সাক্ষাৎ না হয়