পাতা:সাহানামা.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 ज*रुनॉभी ॥ যাইতেছে,ছে তুর। শীঘু ইহাকে নষ্ট করুহ। ছলম তুরকে নষ্ট করিতে কছিল তাহার কারণ এই যে এরচ জুরের বাটতে আসিয়াছিল তুর তাহ স্বীকার করিল। পরদিবস এরচ তুরের নিকটে আইলে তুর তাছাকে কহিল ভই ইরানের উত্তে বসিয়া বাদসহি করতে কেন স্বীকার করিলি, আমরা জ্যেষ্ঠ হইয়া বন ও পৰ্ব্বত ও শক্রবেষ্ঠিত দেশ লষ্টয়া সৰ্ব্বদা যুদ্ধবিগ্রহ করিয়া তোর অধীন থাকিব, আর কনিষ্ঠ স্তই পৈতৃক নিষ্কণ্টক ইরানের রাজ্যের বাদসাহি করিৰি, পিতা বৃদ্ধ হইয়া তোর স্নেহে ধৰ্ম্ম বিৰুদ্ধ কৰ্ম্ম করিলেন, অর্থাৎ জ্যেষ্ঠকে পৈতৃক রাজ্যে অভিষিক্ত না করিয়া কনিষ্ঠকে রাজ্য দিলেন, ত্তই অামারদিগের সম্মান না রাখিয়৷ সেই অংশ কেন গ্রহণ করিলি এরচ এই সকল কথা শুনিয়া কহিল হে ভ্ৰাতঃ আমি এমত প্রার্থনা কখন করি নাই পিতা অংশ করিয়াছিলেন তাঙ্ক। তোমরা লও জামি তোমারদিগের কনিষ্ঠ ভ্রাতা তোমারদিগের নিকট অধীন হইয়। খাকিলাম, এরচ এই ৰূপ বিস্তর, মিনতি করিতে লাগিল কিন্তু ভূর তাহ না শুনিয় ক্রমে আরো ক্রোধ যুক্ত হইয়াষে স্বর্ণনিৰ্ম্মিত চৌকিতে বসিয়াছিল তাহ হইতে উঠিয়া সেই চৌকি লইয়। এরচের মস্তকে মারিল । পরে এরচের হন্ত পদ বন্ধন করিল তখন এরচ প্রাণের আশা ত্যাগ করিয়া কছিল ষে পরমেশ্বরকে ও বৃদ্ধ পিতাকে স্মরণ করিয়া অামাকে নষ্ট করিও না রক্ষা করহ, বিশেষত্তং তোমাদিগের . শরণাগত হইয়া অাখয় লইয়াছি; শরণাগত ও আশ্রিতকে নষ্ট করলে ঈশ্বর অবশ্যই তাহীর প্রতিফল দিবেন। এরচের এই কৰুণবাক্য কোন মতে কর্ণে স্থান না দিয়৷ এক সূতীক্ষু অন্ত্র দ্বার তৎক্ষণাৎ এরচের মস্তক চ্ছেদন করিল, এবং সেই ছিন্নমস্তক এক সিন্ধুকের মধ্যে রাখিয়৷ মৃগনাভি দ্বারা ঢাকিয়া