পাতা:সাহানামা.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহমাম৷ S& সিন্ধুক বন্ধ করিয়া ফরেষ্টুর নিকটে কহিয়া পাঠাইল যে এখন এরচের মস্তকে যেমন রাজ মুঙ্গট দিয়া সুসজ্জিভূত করিতে বাঞ্ছা থাকে তাহ করহ, এখানে করে এরচের নিমিত্ত ফিরোজার এক তক্ত ও নাম বিধ রত্বের নিৰ্ম্মিত এক মুকুট প্রস্তুত করিয়া পথ নিরীক্ষণ করিতেছিলেন এই সময়ে এরচের সমভিব্যাহারির মধ্যে এক জন আসিয়া কান্দিয়া কহিল যে ছলম ও তাঁর একত্র হইয়া এরচের মস্তক চ্ছেদন করিয়াছে, এই অশুভ বাক্য শ্ৰুতমাত্র ফরেদু তক্ত হইতে অধৈৰ্য্য হইয়া छूम পড়িয়া রোদন করিতে লাগিল । এবং সভাস্থ সকলেও রোদন করিতে লাগিল, কিঞ্চিদ্বিলম্বে সম্বিত পাইয়। আপনি ও সভাস্থ, সকলে কৃষ্ণবর্ণ বস্ত্র পরিধান করিলেন, আর নান৷ বিধ বাদ্য যন্ত্র পতাকাদি এরচের সঙ্গে গিয়াছিল তাহ। ভাঙ্গিয়৷ ও ছিড়িয়া ফেলিতে আজ্ঞা করিলেন । করে ভদবধি কৃষ্ণবর্ণ বস্ত্র ভিন্ন অন্য বস্ত্র পরিধান করেন নাই, পরস্তু এরচের পুষ্পোদ্যানে ঐ মৃত পুণ্ডের গোর দিলেন, এবং ঈশ্বরের নিকটে সৰ্ব্বদ। রোদন করিতে লাগিলেন, আর সর্বদা এই প্রার্থনা করিতেন যে ক্ষে ঈশ্বর! আমাকে কিছু দিন জীবদ্দশায় রাখ এবং এরচের বংশ হইতে এমত এক সম্ভন দেও যে তাহার পিতৃশত্র গণকে নষ্ট করে । = بے” এরচের অন্তঃপুরে বেগমদ্বিগের গভ অনুসন্ধানের বিবরণ। কিছু দিন পরে করে এরচের অন্তঃপুরে গমন করিয়া বেগমদিগকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন যে তোমরা কেহ গর্তবর্তী হইয়াছ কি না ? তাহার কছিল যে মাফ অফিরিদ নামে বেগম এরচ হুইতে গর্ভ ধারণ করিয়াছে, ফরেদু ইহা