পাতা:সাহানামা.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83. সাহানাম মনুচেহর বাদসাহর বাদসাহির বিবরণ। মনুচেছর বাদশাহ বাদসাহি তক্তে বসিয়া ফরেন্ধর ন্যায় বিচার ও দান ও প্রজাগনকে সুেহ পূৰ্ব্বক প্রতিপালন করিতে লাগিলেন রাজ কৰ্ম্মের ভার বিসেষ ৰূপে ছামকে অপণ করিলেন , তদনম্ভর আপনি ঈশ্বরের আরাধনার পথ প্রদর্শক হইয়া তাবত লোককে সিক্ষ্য করাইভে লাগিলেন কিছুদিন পরে ছামের এক পুত্র হইল । জালের জন্ম ও ছিমোরগ দ্বারা প্রতিপালন হইবার বিবরণ ঐ পুত্রের মস্তকের কেশ সমৃদয় শ্বেতবর্ণ এনিমিস্ত্য, সপ্তাহ পৰ্য্যন্তছামকে কেছ জানাইতে পারিলন। তাহার পর এক প্রাচীনা:ধাত্রী ছামের নিকট আসিয়া কহিল যে পরমেশ্বর তোমাকে এক আশ্চর্য সস্তান দিয়াছেন কেবল তাহার মন্তকের কেশ শ্বেত বর্ণ, ছাম পুত্রকে দেখিয়া বিমর্যহইলেন ছামের স্ত্রী ঐ বালকের নাম জাল রাখিল জোল সদর অর্থ বৃদ্ধ ১ ছামের বন্ধু বান্ধব প্রভৃতি সকলে কহিল তোমার অতি কুলক্ষনযুক্ত পুত্ৰ জন্মিযাছে এপুত্রকেরাখিলে তোমার বিপদ ঘটবে ইহাকে ত্যাগ করহ; এবং সকল লোকেই উপহাস করিতে লাগিল যে ছামের গৃহে দৈত্যর ম্যায় একসন্তান জন্মিযাছে এইবালক দৈত্যর জম্মিত হইবে । ছামের সম্ভান নহে, ছাম ঐ বিকৃতি ৰূপ পুত্রদেখিয়া আর সকল লোকের উপহাসে ভিত্ত হইয়া আপন ভূত্ত্ব দিগের জাজ্ঞা করিল জে এইবালককে নগরের প্রান্থে আলবোরজ পর্কেতে রাখিয়া আইস তখন ঐ সকল ভূত্তর সেই দুগ্ধ পোস্য বালককে লইযা আলবেরিজ পৰ্ব্বতে রাখিয়া আইল