পাতা:সাহানামা.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানামা 3O ঐ পৰ্ব্বতোপরি এক ছিমোরগ নামে একবৃহৎ পক্ষির বাশা ছিল তাহার দুইটি সাবক হইয়াছিল তাহারদিগের আহার আনিতে ঐ পক্ষ রাজ গিয়াছিল আহারের দ্রব্য লইয়। আসিবার সমযে উক্ত পৰ্ব্বতের অধঃস্থানে বালকের রোদন শুনিয়া ঐখানে আসিয়া ঐ বালককে নষ্ট নাকরিয়া জীবন্ত মান ওষ্টে করিয়া আপন সাবকের দিগের নিকটে দিলএবং আর ২ খাদ্য দ্রব্য যাহা অনিযাছিল ভাহাও দিল , পক্ষর সাবকের ঐ বালককে নষ্ট নাকরিয়া সুেহু করিতে লাগিল তাহা দেখিয়া ঐ ছিমোরগ তাহাকে আপন সন্তান দিগের সঙ্গে প্রতিপালন ও স্নেহ করতে লাগিল কয়েক বৎসর পরে ছিমোরগ এক দিন জালকে পৰ্ব্বত হইতে নামাইয়া দিল, ঈশ্বর ইচ্ছায় ঐসময়ে একজন সওদাগর ঐস্থানদিয়া জাইতে ছিল জাসকে দেখিয়া আপনার সঙ্গে লইযা গেল ঐ রাত্রে জালের পিত৷ ছাম স্বপ্ন দেখিল যে একজন অতি প্রাচীন ব্যক্তি কহিতেছে তোমার পত্র জাল ঈশ্বর ঈচ্ছায জীবদ্দশায আছে ; ছামের নিদ্রাভঙ্গ হইয়া পুত্রের সুেহে ব্যাকুল হইয়া আপন অনুচর গণকে জালের অন্যা সন করতে পাঠাইল তাহার পর রাজপুনরায় ছাম স্বপু দেখিল যে একজন প্রাচীন কহিতেছে যদি বালকের মস্ত কের কেশ শ্বেতবণ এনিমিত্ত্য ঐ বালক তোমার নিকট । দোশী তবে তোমার মস্তকের কেশ শেতবর্ণ হইয়াছে তবে ভমি দোশী নহও কেন আর তাহার সুেহ ত্যাগ করিয়া প ফঁতে ফেলিয। দিয়াছ কিন্তু পরম পিত। পরমেম্বর তিনি ভাহাকে প্রতিপালন করিতেছেন , ছাম এই সপু সদশন করিয়া সসন্ধিত হইয়া উঠিয়া অলিরেজ পদক্তে জলের