পাতা:সাহানামা.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানানা 8१ মগুহইয়া কয়েক দিবশ আছেন ইতোমধ্যে করগাছারানে যে সকলসেন ও কন্ধ্যক্ষ ছাম রাখিয়া আসিয়াছিলেন তাহার দিগের উপর সত্ত্বরের আক্রমন করিতে উন্নত হই য়াছে এই সংবাদ লইয়া এক জন ধাবক পৌছিল ; ছাম এই সংবাদ শুনিয়া সকলের নিকট বিদায় হইয়া করগাছারান দেশে যাত্রা করিলেন জাল ও রোস্তম ছয়স্তানে থাকিলেন মেহরাব কৰিলে গেলেন জাবল দেশের রাজধানী যে গুমে তাহার নাম ছয়স্তান ০ সেইখানে জালদিগের বসত বাটি ছিল ঐ ছয়স্তানে মনুচেহর বাদসাহার এক বৃহৎ শেতহস্তি থাকিতু দৈবান্ত একরাত্রে ঐ হস্তি বন্ধনছিণ করিয়া বাহিত্ন হইয়া লোকের দিগের তাড করতেছে গৃহদ্বার এৰ তাৰ দ্বক্ষণদি ভগু করিতেছে ইহাতে সকল লোক শশাঙ্কত হইয়া কলরব করিতেছে ইহা শুনিয়া জালের বাটির দ্বার পালের দ্বার বদ্ধ করিল ঐ কলরবে রোস্তমের নিদু ভঙ্গ হইয়। যেসকলব্যক্তি সেখানে ছিল তাহাদিগের জিজ্ঞাস। করিল যে কিজন্য গোলযোগ হইতেছে তাহারা কহিল ৰদি সাহার শ্বেত হস্তি রক্ষু ছিডিয়া গৃহ হইতে বাহির হইয়। লোক সকলকে তাড়া করিতেছে । রোন্তম বাল্যাবস্থায় হস্তিবধ করিবার বিবরণ এইকথা বুনিয়া তাহার পিতামহের এক লৌহ গদা লইয়। বাহিরে আসিয়া দ্বার খুলিতে কহিল, দ্বারপালের কহিল হস্তি ক্ষিপ্ত হইয়া ভূমণ করিতেছে তাহে অন্ধকার রাত্র আর শুনিবালক এইমত রোন্তম কে অনেক বুঝাইল তাহ নী শুনির পূনর্মর কহিল শীঘু দ্বার মোচন কর কিন্তু দ্বার