পাতা:সাহানামা.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানম | واوا আফরাছিয়াৰ অনেক চেষ্টা করিল কোনমতে রোন্তমকে নাডিতে পারি লনা, শেষে রোন্তম বলপূৰ্ব্বক আফরাছিয়াবকে অশ্ব হইতে উঠাইয়া কোবাদের নিকটে লইয়া গমন করিল, কথক গুলান সেন অক্ষয়াছিয়াৰকে ছাডাইয়। লইতে পাশ্চৎ গমন করিল, কথক দূর যাইয়া অফিয়াছিয়াবের কোটি বন্ধ বস্ত্র ছিন্ন হইয়ারোস্তমের হস্ত হইতে আফ রাছিয়াৰ ভূমে পতিত হইল; এই অবকাশে ভাহীকে সেনারা লইয়া পলায়ন করিল। আর কথক গুলীন সেন রোল্ডমকে বেষ্টন করিল তাহ দেখিয়া ইরানের অনেক সেন রোস্তমের সহায়তার নিমিত্তে আইল, জখন উভয় সেনায় ঘোরতর যুদ্ধ হইতে লাগিল । রোস্তম তুরানের বহু বিধাসেন নষ্ট করিল তাহা দেখিয়া আফরাছিয়াৰ ভীত হইয়া পলায়ন করিয়া স্বদেশে গমন করিয়া, আপন পিতাকে কহিল যে ইরানির এরচের সম্পর্ক ভিন্ন অন্যকে বাদসাহ করিতে সন্মত নহে, এনিমিত্তে আলবোর্জ পৰ্ব্বত হইতে কোবাদ নামে একজনকে আনিয়া করসাম্পর পরিবৰ্ত্তে তাহাকে বাদসাহ করিয়াছে। তৎপরে কহিল আপনি জ্ঞাত আছেন আমি হস্তি ও ব্যাঘুতি দির সহিত যুদ্ধ করিয়াছি, এবং অনেক বলবানদিগের সহিতও যুদ্ধ করিয়াছি, কখন ভীত ওপরাজয় হই নাই, কিন্তু এইবার জালের পুঞ্জ রোস্তম নামে এক বালক যুদ্ধে আসি . য়াছিল আমি অনেক বলাও চেষ্টা করিয়াছিলাম কোনমতে তাহাকে অশ্ব হইতে চালনাকরিতেপারিলামনা শেষে রোস্তম অনায়াসে আমাকে মসকের ন্যায় ঘোটক হইতে আমার কটি বদ্ধ ধারণ করিয়া লইয়া গেলঃ ঈশ্বর ইচ্ছায় আমার ঐ কটি বেষ্টনীয় বস্ত্র ছিন্ন হইয়া ভূমে পড়িলাম তখন আমার