পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} ఫీ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করিতেছিল। তুই, ক্ৰমে ক্রমে আপন আধিপত্য বিস্তার করিয়া শাস্ত্রের মস্তকে পদার্পণ করিয়াছিস, ধর্থের মৰ্ম্মভেদ করিয়াছিস, হিতাহিতবোধের গতিরোধ করিয়াছিল, ন্যায় অন্যায় বিচারের পথ রুদ্ধ করিয়াছিল। তোর প্রভাবে, শাস্ত্রও অশাস্ত্র বলিয়া গণ্য হইতেছে, অশাস্ত্রও শাস্ত্র বলিয়। মান্ত হইতেছে ; ধৰ্ম্মও অধৰ্ম্ম বলিয়া গণ্য হইতেছে, অধৰ্ম্মও ধৰ্ম্ম বলিয়া মান্ত হইতেছে। সৰ্ব্বধৰ্ম্মবহিস্কৃত, যথেচ্ছাচারী দুরাচারেরাও, ডোর অতুগত থাকিয়, কেবল লৌকিকরক্ষাগুণে, সৰ্ব্বত্র সাধু বলিয়া গণনীয় ও আদরণীয় হইতেছে, আর দোষম্পর্শশুষ্ঠ প্রকৃত সাধু পুরুষেরাও, তোর অন্তর্গত না হইয়া, কেবল লৌকিকরক্ষায় অযত্ন প্রকাশ ও অনাদর প্রদর্শন করিলেই, সৰ্ব্বত্র নাস্তিকের শেষ, অধাৰ্ম্মিকের শেষ, সৰ্ব্বদোষে দোষীর শেষ বলিয়া গণনীয় ও নিলনীয় হইতেছেন। তোর অধিকারে, যাহার, সতত জাতিভ্রংশকর, ধৰ্ম্মলেপিকর কৰ্ম্মের অনুষ্ঠানে রত হইয়া, কালাতিপাত করে, কিন্তু লৌকিক রক্ষায় যত্নশীল হয়, তাহদের সহিত আহার ব্যবহার ৪ আদান প্রদানাদি করিলে ধৰ্ম্মলোপ হয় না ; কিন্তু যদি কেহ সতত সংকৰ্ম্মের অনুষ্ঠানে রত হইয়াও, কেবল লৌকিক রক্ষায় তাদৃশ যত্নবান্না হয়, তাহার সহিত আহার ব্যবহার ও আদানপ্রদানাদি দূরে থাকুক,সম্ভাষণ মাত্র করিলেও,এককালে সকল ধৰ্ম্ম লোপ হইয়া যায়।. হা ভারতবর্ষ। তুমি কি হতভাগ্য! তুমি তোমার পূর্বতন সস্তানগণের আচারগুণে পুণ্যভূমি বলিয়া সৰ্ব্বত্র পরি ি হইয়াছিলে ; কিন্তু তোমার ইদানীন্তন সন্তানের, স্বেচ্ছামুরূপ আচার অবলম্বন করিয়া, তোমাকে যেরূপ পুণ্যভূমি করিয়া তুলিয়াছেন, তাহ ভাবিয়া দেখিলে, সৰ্ব্বশরীরের শোণিত শুদ্ধ হইয়া যায়। কত কালে তোমার দুরবস্থা বিমোচন হইবেক, তোমার বর্তমান অবস্থা দেখিয়া, ভাবিয়া স্থির করা যায় না ...