পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংক্ষিপ্ত ঘটনাপূর্ণ? ১৮২৭, ২৬ সেপ্টেম্বর বীরসিংহে জন্ম ( ১২ আশ্বিম: ২২৭, মঙ্গলবার) । ১৮২৯, ১ জুন ...কলিকাতা গবর্মেন্ট সংস্কৃত কলেজে প্রবেশ। ১৮৩৯, ২২ এপ্রিল “হিদুল কমিটির পরীক্ষাদান; পরবর্তী ১৬ই মে প্রশংসাপত্র লাভ। ১৮৪১, ৪ ডিসেম্বর ...কলিকাতা গবর্মেন্ট সংস্কৃত কলেজে বার বংসর পাচ মাস অধ্যয়নের পর কলেজের এবং অধ্যাপকবর্গের দুইখানি প্রশংসাপত্র লাভ। ২৯ ডিসেম্বর •••ফোর্ট উইলিয়ম কলেজে বাংলা-বিভাগের সেরেস্তাদার বা প্রধান পণ্ডিত । ১৮৪৬, ৬ এপ্রিল “সংস্কৃত কলেজের অ্যাসিষ্টাণ্ট সেক্রেটরী। $bro" ...সংস্কৃত গ্রেস ডিপজিটরি প্রতিষ্ঠা। এপ্রিল ...প্রথম গ্রন্থ ‘বেতালপঞ্চবিংশতি প্রকাশ । ১৬ জুলাই ...তারানাথ তর্কবাচস্পতিকে কাৰ্য্যভার বুঝাইয়৷ 蠍 দিয়া সংস্কৃত কলেজের অ্যাসিষ্টাণ্ট সেক্রেটরীর পদ হইতে বিদায় গ্রহণ। ১৮৪৯, ১ মার্চ .ফোর্ট উইলিয়ম কলেজের হেড রাইটার ও কোষাধ্যক্ষ । ১৮৫০, আগষ্ট .. 'সৰ্ব্বশুভকরী পত্রিকা’ প্রকাশ । ৫ ডিসেম্বর --সংস্কৃত কলেজে সাহিত্যের অধ্যাপক । ডিসেম্বর ...কীটন নারী-বিদ্যালয়ের অবৈতনিক সম্পাদক । ১৮৫১, ৫ জানুয়ারি.সাহিত্যের অধ্যাপক ও সংস্কৃত কলেজের অস্থায়ী সেক্রেটরী ।