পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$$ ২৭ ডিসেম্বর . ১৮৫৬, ১৪ জাকুয়ারি১৬ জুলাই . ঈশ্বরচন্দ্র বিষ্ঠাসাগর বহুবিবাহ রহিত করণের জন্ত সরকারের নিকট আবেদনপত্র। মেদিনীপুরে আর একটি মডেল স্কুল স্থাপন। বিধবাবিবাহ-বিধি বিধিবদ্ধ হয়। ৭ ডিসেম্বর ‘’প্রথম বিধবা-বিবাহ। বর-প্রসিদ্ধ কথক রামধন তর্কবাগীশের কনিষ্ঠ পুত্র শ্ৰীশচন্দ্র বিদ্যারত্ব; কন্যা— পলাশডাঙ্গা গ্রামনিবাসী ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের দ্বাদশবর্ষীয়া বিধবা-কন্যা কালীমতী। ১৮৫৭, নবেম্বর-ডিসেম্বর-••হুগলী জেলায় সাতটি ও বদ্ধমানে একটি ১৮৫৮, জামুয়ারি-মে... বালিকাবিদ্যালয় স্থাপন। হুগলী জেলায় আরও তেরটি (তন্মধ্যে বীরসিংহে একটি ), বৰ্দ্ধমানে দশটি, মেদিনীপুরে (ভাঙ্গবন্ধ, বদনগঞ্জ ও শান্তিপুরে ) তিনটি এবং নদীয়ায় একটি বালিক+বিদ্যালয় স্থাপন । ...তত্ত্ববোধিনী সভার সম্পাদক । ৩ নবেম্বর ১৫ নবেম্বর ১৮৫৯, ১ এপ্রিল , ২৩ এপ্রিল ...সংস্কৃত কলেজের গ্রিন্সিপ্যালের পদ ত্যাগ। “সোমপ্রকাশ’ পত্র প্রকাশ । কাদি (মুর্শিদাবাদ) ইংরেজী-বাংলা স্কুল প্রতিষ্ঠা। ...রামগোপাল মল্লিকের সিদুরিয়াপটীর বাটতে .'বিধবাবিবাহ’ নাটকের অভিনয় দর্শন । CŞ ১৮৬১, এপ্রিল ...তত্ত্ববোধিনী সভা রহিত হওয়ায় পাদকের পদ ত্যাগ । “কলিকাতা ট্রেনিং স্কুলের সেক্রেটরী। ডিসেম্বর .হিন্দু পেটুরিয়টের পরিচালন-ভার গ্রহণ।