পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্য ও ছাত্রজীবন ১৮৭৭ খ্ৰীষ্টাবে বঙ্কিমচন্দ্র “রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী ও গ্রন্থাবলীর সমালোচনা” লেখেন। দীনবন্ধু মিত্রের জীবনী সম্বন্ধে তাহাই আমাদের প্রধান উপজীব্য। দীনবন্ধুর বাল্য ও ছাত্র-জীবন সম্বন্ধে তিনি লিখিয়াছেন :– “পূৰ্ব্ব বাঙ্গাল রেলওয়ের কাচরাপাড়া ষ্টেশনের কয় ক্রোশ পূৰ্ব্বোত্তরে চৌবেড়িয়া নামে গ্রাম আছে। যমুনা নামে ক্ষুদ্র নদী এই গ্রামকে প্রায় চারি দিকে বেষ্টন করিয়াছে; এই জন্য ইহার নাম চৌবেড়িয়া। সেই গ্রাম দীনবন্ধুর জন্মভূমি। এ গ্রাম নদীয়া জেলার অন্তর্গত। বাঙ্গালী সাহিত্য, দর্শন ও ধৰ্ম্মশাস্ত্র সম্বন্ধে নদীয়৷ জেলার বিশেষ গৌরব আছে ; দীনবন্ধুর নাম নদীয়ার আর একটি গৌরবের স্থল। সন ১২৩৮ শালে* দীনবন্ধু জন্মগ্রহণ করেন। তিনি কালাচাদ মিত্রের পুত্র। তাহার বাল্যকাল সম্বন্ধীয় কথা অধিক বলিবার নাই। দীনবন্ধু অল্পবয়সে কলিকাতায় আসিয়া, হেয়ার স্কুলে ইংরেজি শিক্ষা আরম্ভ করেন |••• দীনবন্ধু হোরের স্কুল হইতে হিন্দু কলেজে যান, এবং তথায় ছাত্রবৃত্তি গ্রহণ করিয়া কয় বৎসর অধ্যয়ন করেন। তিনি স্কালেজের একজন উৎকৃষ্ট ছাত্র যলিয়া গণ্য ছিলেন। দীনবন্ধু, পাঠাবস্থার কথা আমি বিশেষ জানি না, তৎকালে র্তাহার সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় ছিল না।”

  • ললিতচত্র মিত্র পিতার জন্ম-তারিখ-"১২৩৬ চৈত্র" বলিয়াছেন।