পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X8t দীনবন্ধু মিত্র 66,5; Mixed Mathematics 73; English Essay 84.5; Translation 84. Total 858.8. Rstains Rs, 80" ১৮৫৫ খ্ৰীষ্টাব্দের সিনিয়র বৃত্তি-পরীক্ষায় প্রথম শ্রেণীর ছাত্রদের মধ্যে দীনবন্ধুর নাম পাওয়া যাইতেছে না। তিনি এই বৎসর পাটনার পোস্টমাস্টার নিযুক্ত হন। अव्रदांब्ली छांदूद्वी দীনবন্ধুর চাকুরী-প্রসঙ্গে বঙ্কিমচন্দ্ৰ যাহা লিথিয়া গিয়াছেন, নিয়ে তাহা উদ্ধৃত করিতেছি :– “বোধ হয় ১৮৫৫ সালে, দীনবন্ধু কালেজ পরিত্যাগ করিয়া, ১৫০ টাকা বেতনে পাটনার পোষ্টমাষ্টারের পদ গ্রহণ করেন। ঐ কৰ্ম্মে তিনি ছয় মাস নিযুক্ত থাকিয়া স্বথ্যাতি লাভ করেন। দেড় বৎসর পরেই তাহার পদ বৃদ্ধি হইয়াছিল। তিনি উড়িয়া বিভাগের ইনস্পেকূটিং পোষ্টমাষ্টার হইয়া যান।.পদবৃদ্ধি হইল বটে, কিন্তু তখন বেতনবৃদ্ধি হইল না ; পরে হইয়াছিল।. উড়িয়া বিভাগ হইতে দীনবন্ধু নদীয়া বিভাগে প্রেরিত হয়েন, * এবং তথা হইতে ঢাকা বিভাগে গমন করেন। এই সময়ে নীলবিষয়ক গোলযোগ উপস্থিত হয়। দীনবন্ধু নানা স্থানে পরিভ্রমণ করিয়া নীলকরদিগের দৌরাত্ম্য বিশেষরূপে অবগত কঠুয়াছিলেন। তিনি এই সময়ে "নীল-দৰ্পণ প্রণয়ন করিয়া বঙ্গীয় প্রজাগণকে অপরিশোধনীয় ঋণে বদ্ধ করিলেন।. ঢাকা বিভাগ হইতে, দীনবন্ধু পুনৰ্ব্বার নদীয়া প্রত্যাগমন করেন।

  • Ibid., Appendix D, p. cccxxv.