পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরকারী চাকুরী Σ. 8Σ ফলতঃ নদীয়া বিভাগেই তিনি অধিক কাল নিযুক্ত ছিলেন ; বিশেষ কাৰ্য্য-নিৰ্ব্বাহ জন্য তিনি ঢাকা বা অন্যত্র প্রেরিত হইতেন। ঢাকা বিভাগ হইতে প্রত্যাগমন-পরে দীনবন্ধু নবীন তপস্বিনী’ প্রণয়ন করেন। উহা কৃষ্ণনগরে মুদ্রিত হয়। ঐ মুদ্রাযন্ত্রটি দীনবন্ধু প্রভৃতি কয়েক জন কৃতবিষ্ঠের উদ্যোগে স্থাপিত হইয়াছিল, কিন্তু স্থায়ী হয় নাই। দীনবন্ধু নদীয়া বিভাগ হইতে পুনৰ্ব্বার ঢাকা বিভাগে প্রেরিত হয়েন। আবার ফিরিয়া আসিয়া উড়িষ্যা বিভাগে প্রেরিত হয়েন। পুনৰ্ব্বার নদীয়া বিভাগে আইসেন। কৃষ্ণনগরেই তিনি অধিক কাল অবস্থিতি করিয়াছিলেন। সেখানে একটি বাড়ী কিনিয়াছিলেন । সন ১৮৬৯ সালের শেষে বা সন ১৮৭০ সালের প্রথমে তিনি কৃষ্ণনগর । পরিত্যাগ করিয়া, কলিতাতায় স্থপরনিউমররি ইনস্পেকটিং পোষ্টমাষ্টার নিযুক্ত হইয়া আইসেন। পোষ্টমাষ্টার জেনেরলের সাহায্যই এ পদের কার্য্য। দীনবন্ধুর সাহায্যে পোষ্ট আপিসের কার্য্য কয় বৎসর আত স্বচারূপে সম্পাদিত হইতে লাগিল। ১৮৭১ সালে দীনবন্ধু লুসাই যুদ্ধের ডাকের বন্মোবস্ত করিবার জন্য কাছাড় গমন করেন। তথায় সেই গুরুতর কার্য্য সম্পন্ন করিয়া অল্পকালমধ্যে প্রত্যাগমন করেন। কলিকাতায় অবস্থিতিকালে,তিনি “রায় বাহাদুর" উপাধি প্রাপ্ত হইয়াছিলেন। এই উপাধি যিনি প্রাপ্ত হয়েন, তিনি আপনাকে কত দূর কৃতাৰ্থ মনে করেন বলিতে পারি না। দীনবন্ধুর অদৃষ্ট ঐ Tअन्नाधुश्कि जस्ताङ्ग-२श्इ स्पष्ट श्ञ्चडिया i---আমর সন্তৌষ-সহকারে প্রকাশ করিতেছি, বাৰ্ত্তাবহ বিভাগের বিচক্ষণ কাৰ্য্যসচিব ঐযুক্ত বাবু দীনবন্ধু মিত্র এবং ঐযুক্ত বাবু সূৰ্য্যনারায়ণ বন্ধ্যোপাধ্যায় উভয়ে রায় বাহাদুর উপাধি প্রাপ্ত হইয়াছেন।’এডুকেশন গেজেট, ১৩ জ্যৈষ্ঠ ১২৭৮ (২৬ মে :৮৭১)।