পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ 8९ দীনবন্ধু মিত্র ... পুরস্কার ভিন্ন আর কিছু ঘটে নাই। কেন না, দীনবন্ধু বাঙ্গালি-কুলে জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি প্রথম শ্রেণীর বেতন পাইতেন বটে, কিন্তু কালসাহায্যে প্রথম শ্রেণীর বেতন চতুপদ জন্তুদিগেরও প্রাপ্য হইয়া থাকে। পৃথিবীর সর্বত্রেই প্রথমশ্রেণীভূক্ত গর্দভ দেখা যায়। দীনবন্ধু এবং স্থানারায়ণ এই দুই জন পোষ্টাল বিভাগের কৰ্ম্মচারীদিগের মধ্যে সৰ্ব্বাপেক্ষা সুদক্ষ বলিয়া গণ্য ছিলেন। স্বৰ্য্যনারায়ণ বাৰু আসামের কার্যের গুরু ভার লইয়া তথায় অবস্থিতি করিতেন ; অন্ত যেখানে কোন কঠিন কাৰ্য্য পড়িত, দীনবন্ধু সেইথানেই প্রেরিত হইতেন। এইরূপ কার্য্যে ঢাকা, উড়িষ্যা, উত্তর পশ্চিম, দারঞ্জিলিঙ্গ, কাছাড় প্রভৃতি স্থানে সৰ্ব্বদা যাইতে এইরূপে, তিনি বাঙ্গালা ও উড়িষ্যার প্রায় সৰ্ব্ব স্থানেই গমন করিয়াছিলেন, বেহারেরও অনেক স্থান দেখিয়াছিলেন। পোষ্টীল বিভাগের যে পরিশ্রমের ভাগ তাহ তাহার ছিল, পুরস্কারের ভাগ অন্তের কপালে ঘটিল।” দীনবন্ধুর প্রতি কর্তৃপক্ষের অবিচারের প্রতিবাদ ‘অমৃত বাজার পত্রিকা একাধিক বার করিয়াছেন :– "মুপার নিউমারারি ইনেস্পেক্টর রায় দীনবন্ধু মিত্র বাহাদুর বোধ হয় টুইডি সাহেবকে { পোষ্টমাষ্টার জেনারেল ] অনেক সাহায্য করিয়াছেন। কারণ আমরা যখন পোষ্ট আপিস বিভাগের নূতন বন্দবস্তের কথা শুনিতে পাই দীনবন্ধু বাবু প্রায় সেই কার্য্যে নিযুক্ত হইয়া গমন করেন। লুসাই যুদ্ধে অনেক সৈন্য গমন করিয়াছিল তাহাদের নিয়মিত পত্র যাইবার স্ববিধার জন্য দীনবন্ধু বাবুকে পাঠান হইয়াছিল, বীরভূমে প্রায় ২৩ মাসের জন্ত তিনি গমন করিয়াছিলেন, কিসের নিমিত্ত তাহ বলিতে পারি না। দীনবন্ধু বাবু নূতন বন্দবস্তের