পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

288 দীনবন্ধু মিত্র পূর্বেই তিনি পোষ্টমাষ্টার জেনেরল হইডেন এবং কালে ডাইরেক্টর জেনেরল হইতে পারিডেন। কিন্তু যেমন শত বার ধৌত করিলে অঙ্গারের মালিন্ত যায় না, তেমনি কাহারও কাহারও কাছে সহস্ৰ গুণ থাকিলেও কৃষ্ণবর্ণের দোষ যায় না। Charity যেমন সহস্ৰ দোষ ঢাকিয়া রাখে, কৃষ্ণচৰ্ম্মে তেমনি সহস্র গুণ ঢাকিয়া রাখে। পুরস্কার দূরে থাকুক শেষাবস্থায় দীনবন্ধু অনেক লাঞ্ছনা প্রাপ্ত হইয়াছিলেন। পোষ্টমাষ্টার জেনেরল এবং ডাইরেক্টর জেনেরলে বিবাদ উপস্থিত হইল। দীনবন্ধুর অপরাধ, তিনি পোষ্টমাষ্টার জেনেরলের সাহায্য করিতেন। এজন্য তিনি কাৰ্য্যাস্তরে নিযুক্ত হইলেন। প্রথম কিছু দিন রেলওয়ের কার্য্যে নিযুক্ত হইয়াছিলেন। তাহার পরে হাবড়া ডিবিজনে নিযুক্ত হয়েন। সেই শেষ পরিবর্তন।” দীনবন্ধুর মৃত্যুতে ‘অমৃত বাজার পত্রিকা’ (৬ নবেম্বর ১৮৭৩) যে দীর্ঘ মন্তব্য করেন, এ স্থলে তাহা উদ্ধৃত করিতেছি : We are hardly in a position to dwell ob on the death of our dearest friend Babu Deno Bundhu Mitt: The blow has paralyzed us. We wish we could give vent our pent up feelings, but the shock has stunned us and we can neither weep nor realize the tremendous icss which the country has suffered. We would however for one moment forget out pri ate grief and ask Government in the name of justice to enq Ire about the following particulars in connection with our if ... Ented friend. A few days before his death, Babu Deno Bundh', 'hile in a very bad state of health told us that he was Bur ... die and its real cauee was the party spirit which was rampaut between Mr. Tweedie and Mr. Hogg. Will Government enqnire into this matter ? Wiil it cali upon Mr. Hogg to explain why was the Babu removed from the Supernumerary Inspectorship of the Calcutta Post Office where he found some rest after 14 years' bard life of a Postal Inspector and which he so well deserved.